• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এবার শুভর ‘মিশন এক্সট্রিম’

আরিফিন শুভ

ছবি : সংগৃহীত

শোবিজ

এবার শুভর ‘মিশন এক্সট্রিম’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৮

আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ এর পর এবার পুলিশ অ্যাকশন নিয়ে নির্মিত হবে থ্রিলার ছবি ‘মিশন এক্সট্রিম’। ক্রাইম, থ্রিল, সাসপেন্স ও অ্যাকশন নির্ভর মৌলিক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত হবে ছবিটি। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মাণ হতে যাওয়া এ ছবিটি পরিচালনা করবেন ফয়সাল আহমেদ। তিনি ‘ঢাকা অ্যাটাক’ ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। আসছে বছর মার্চ থেকে ছবির চিত্রায়ণ শুরু করার পরিকল্পনা নিয়ে চলছে ছবির প্রি-প্রোডাকশনের কাজ।

কপ ক্রিয়েশন সূত্রে জানা গেছে, দর্শক চাহিদার ওপর ভিত্তি করে ছবির গল্প বলার ধরণ, অ্যাকশন দৃশ্য চিত্রায়ণ ও বিভিন্ন দৃশ্যে প্রযুক্তির ব্যবহার বিশ্বমানের করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। ছবিতে তাকে পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস, পেশাদার ও সাহসী অফিসারের ভূমিকায় দেখা যাবে।

‘মিশন এক্সট্রিম’ ছবির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সানী সানোয়ার। তিনি বাংলাদেশ পুলিশের এসপি ও স্পেশাল ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য। তার পেশাগত জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে ছবির কাহিনী লিখেছেন। সানী সানোয়ার বলেন, ‘মিশন এক্সট্রিম’ ছবিটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হচ্ছে। ফলে ছবিটিতে আমাদের নিজস্ব সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার যথাযথভাবে প্রতিফলন ঘটবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads