• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আমজাদ হোসেনকে শেষ শ্রদ্ধা আজ

ছবি : সংগৃহীত

শোবিজ

আমজাদ হোসেনকে শেষ শ্রদ্ধা আজ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ ডিসেম্বর ২০১৮

সাত দিন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের মর্গে থাকার পর অবশেষে গতকাল সন্ধ্যায় এসে পৌঁছায় অভিনয়শিল্পী ও বরেণ্য পরিচালক আমজাদ হোসেনের মরদেহ। আজ শনিবার বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর মরদেহ নেওয়া হবে দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেখানে শ্রদ্ধা নিবেদন ও জানাজা শেষে বেলা আড়াইটায় তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে নেওয়া হবে। সেখানে আরেকটি জানাজা শেষে আমজাদ হোসেনের মরদেহ সমাহিত করা হবে।

গতকাল বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি নেওয়া হয় মোহাম্মদপুরের আদাবরের বাড়িতে। সেখানে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আমজাদ হোসেনের ইচ্ছা ছিল তার মরদেহ যেন জামালপুরের নিজ গ্রামে দাফন করা হয়। কিন্তু স্ত্রী সুরাইয়া আকতারের ইচ্ছা, তার স্বামীকে যেন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের সব ধরনের প্রশাসনিক কাজ পাঁচ দিন আগে শেষ হলেও আমজাদ হোসেনের মরদেহ দেশে আনার ব্যাপারে আর্থিক জটিলতা তৈরি হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পাওয়া ৪২ লাখ টাকার অনুদানের বাইরে বরেণ্য নির্মাতার চিকিৎসা বাবদ খরচ হয় আরো ৬১ লাখ টাকা। সেই অর্থের জোগান হওয়ায় বরেণ্য এই নির্মাতাকে গতকাল দেশে আনা সম্ভব হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads