• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
লুইপার ‘মরা গাছে ফুল’

কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা

ছবি : সংগৃহীত

শোবিজ

লুইপার ‘মরা গাছে ফুল’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ ডিসেম্বর ২০১৮

ইউটিউবে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপার নতুন গান। ‘মরা গাছে ফুল’ শিরোনামে এ গানটির কথা ও সুর করেছেন জাহাঙ্গীর রানা। সঙ্গীতায়োজনে ছিলেন শান। ভিন্ন ধারার এ গানে নতুন আঙ্গিকে দেখা গেছে লুইপাকে। গানটিকে প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিওটি।

গানটি প্রসঙ্গে লুইপা বলেন, ‘২০১৮ সালে এটি আমার শেষ গান হিসেবে শ্রোতা-দর্শকের হাতে তুলে দিলাম। শ্রোতা-দর্শকরা এবং আমার ভক্তরা গানটি শুনছেন, আমাকে নানান মাধ্যমে অনুপ্রাণিত করছেন এটাই আমার জন্য অনেক ভালো লাগার। কারণ একটি গান যখন করি তখন সব শ্রেণির শ্রোতা-দর্শকের কথা মাথায় রেখেই করি। একজন কণ্ঠশিল্পীর কাছে তার প্রতিটি গানই তাকে নতুন করে স্বপ্ন দেখায়, ভাবতে শেখায়, নিজেকে আরো পরিপূর্ণ করে তোলার প্রয়াস রাখে। এ গানটি বছরের শেষপ্রান্তে এসে আমাকে সেই প্রয়াসে রেখেছে। সব সময়ই আমি আমার ভক্ত, দর্শক এবং এদেশের গানপ্রেমী মানুষের প্রতি কৃতজ্ঞ। কারণ তারা আমার গান ভালোবাসেন বলেই আমি আজকের লুইপা হতে পেরেছি।’

এদিকে শানের সুর ও সঙ্গীতে এরই মধ্যে শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপ কাহিনী’ ছবিতে প্লেব্যাক করেছেন লুইপা। ‘উইন্ড অব চেঞ্জ’ অনুষ্ঠানে লুইপার গাওয়া নজরুল সঙ্গীত ‘আমার আপনার চেয়ে আপন যেজন’ অনন্য জনপ্রিয়তায় এনে দেয় লুইপাকে। চলতি বছর ‘জেন্টলম্যান’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে লুইপার। এতে তার বিপরীতে দেখা গেছে সিয়ামকে। লুইপার গাওয়া এ গানটি বেশ সাড়া ফেলেছিল দর্শক-শ্রোতাদের মাঝে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads