• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নিশো-মেহজাবিনের ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’

ছবি : সংগৃহীত

শোবিজ

নিশো-মেহজাবিনের ‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ ডিসেম্বর ২০১৮

‘অ্যাপয়েন্টমেন্ট লেটার’ শিরোনামের একটি নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। রুশো আহমেদের গল্প ভাবনায় নাটকটি পরিচালনা করেছেন এবি রোকন। গত ২২ ও ২৩ ডিসেম্বর রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ সম্পন্ন হয়েছে নাটকটির। চিত্রায়ণ শেষে নাটকটি এখন সম্পাদনার টেবিলে।

এতে অভিনয় করা প্রসঙ্গে আফরান নিশো বলেন, ‘এবি রোকনকে অভিনন্দন পরিচালক হিসেবে তার যাত্রা শুরুর জন্য। আমরা সবাই আন্তরিকভাবে তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি যেন কাজটি ভালো হয়। আমি এবং মেহজাবিন দুজনই এখন অভিনয়ে যথেষ্ট ম্যাচিউরড। যে কারণে এই সময়ে এসে চ্যালেঞ্জিং কাজগুলো করতে বেশ ভালো লাগে। কারণ দুজনের মধ্যে তখন কাজের বোঝাপড়াটা চমৎকার হয়।’

মেহজাবিন চৌধুরী বলেন, ‘নাটকের গল্পটা একটু অন্যরকম। নতুন নির্মাতা এবি রোকনকে অভিনন্দন। তার আগামীর পথচলা অনেক সুন্দর হোক। আমরা সবাই চেষ্টা করেছি নাটকটি দর্শকের মনের মতো একটি কাজে পরিণত করতে। নিশো ভাইয়ার সঙ্গে কাজ করাটা সবসময়ই আমি বেশ উপভোগ করি। কারণ তিনি অভিনয় নিয়ে সবসময়ই এক্সপেরিমেন্ট করেন। একজন সহশিল্পী হিসেবে এটা আমাকে আমার অভিনয় নিয়ে ভাবতে শেখায়। আশা করি এ নাটকটি দর্শকের ভালো লাগবে।’

পরিচালক জানান, নতুন বছর জানুয়ারিতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’তে নাটকটি প্রচার হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads