• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ফারুকের জয়ে উচ্ছ্বসিত চিত্রাঙ্গন

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক

ছবি : সংগৃহীত

শোবিজ

ফারুকের জয়ে উচ্ছ্বসিত চিত্রাঙ্গন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। ঐক্যফ্রন্টের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তিনি। ৩০ ডিসেম্বর ভোট গণনার পর থেকেই চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়। সেই উচ্ছ্বাস আরো বেড়ে যায় এ চিত্রনায়কের জয়ের খবরে।

উচ্ছ্বাস প্রকাশ করে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘সারা দেশের মানুষকে ধন্যবাদ। সবাই উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। নায়ক ফারুক ভাইয়ের জয় আমাদের চলচ্চিত্রের জয়। চলচ্চিত্র নিয়ে সংসদে গিয়ে কথা বলার জন্য আমাদের সংসদে একজন প্রয়োজন ছিল। এবার আমাদের সেই শূন্যতা পূরণ হবে।’ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আপনার বিজয়ে গর্বিত সকল চলচ্চিত্র শিল্পী। এ জয় আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের জয়। মিয়াভাইয়ের প্রচারে যারা অংশ নিয়েছেন, তার জয়ে যারা অবদান রেখেছেন, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।’

অভিনেতা ইমন বলেন, ‘আমরা কয়েক বছর ধরেই ফারুক ভাইকে প্রধান করে চলচ্চিত্রের দাবিগুলো আদায় করার জন্য আন্দোলন করে আসছি। নায়ক ফারুক আমাদের চলচ্চিত্রের প্রধান। আমরা চলচ্চিত্রকর্মীরা দিন-রাত পরিশ্রম করেছি, ভাই যেন নির্বাচিত হন। এবার আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। ঢাকা-১৭ আসনের সাধারণ মানুষের সমস্যার যেমন সমাধান হবে, তেমনি আমাদের চলচ্চিত্রের এবার কিছু হবে বলে আমি আশা করি।’ চিত্রনায়ক বাপ্পী বলেন, ‘আমি নির্বাচনের আগে থেকেই সব এমপির কাছে একটি করে ৩০০ সিনেমা হল চেয়েছি। ফারুক ভাই আমাদের চলচ্চিত্রের প্রতীক। আমি উনার কাছে প্রথম সিনেমা হলটি চাইব। গুলশানের মতো জায়গায় সিনেমা হল নেই। আশা করি, এমন এলাকায় সিনেমা হল নির্মাণ হলে দেশের এলিট পারসনরাও আমাদের চলচ্চিত্র দেখবেন। পাশাপাশি আমি দেশের সব এমপির কাছে অনুরোধ করব, আপনারা নিজের এলাকায় একটি করে সিনেমা হল করুন।’

মনোনয়নপত্র তোলা থেকে শুরু করেই চিত্রনায়ক ফারুকের সঙ্গে ছিলেন চিত্রজগতের অধিকাংশ তারকা। নির্বাচনী প্রচারেও তারা অংশ নিয়েছেন সক্রিয়ভাবে। শুরু থেকে গাজীপুর-৫ আসনে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করলেও দলীয় সিদ্ধান্তে ঢাকা-১৭ আসনেই নির্বাচন করেন মিয়াভাই খ্যাত এ চিত্রনায়ক। রাজধানীর গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেকের কিছু অংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads