• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
নতুন শিল্পীদের ডাকা উচিত

ফেরদৌস আরা

ছবি : সংগৃহীত

শোবিজ

নতুন শিল্পীদের ডাকা উচিত

  • সালেহীন বাবু
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০১৯

এদেশে যে কয়জন শিল্পী নজরুলসঙ্গীতকে নিজের মধ্যে লালন-পালন করছেন, চর্চা করছেন, নজরুলসঙ্গীত অপরের মধ্যে বিলিয়ে দিচ্ছেন তাদের মধ্যে অন্যতম ফেরদৌস আরা। একাধারে তিনি যেমন শিল্পী তেমনি প্রশিক্ষকও বটে। এক কথায়, নজরুল অন্তঃপ্রাণ এ শিল্পী। তার সঙ্গে কথোপকথনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরছেন সালেহীন বাবু-

নজরুলসঙ্গীতের পথ প্রদর্শক হিসেবে  আপনার যাত্রা। কীভাবে এ পথে এলেন?

নজরুল তো ছিলেন বাঁধনহারা। ছোটবেলা থেকে আমাদের বাসায় অনেক রাত পর্যন্ত গানের রেয়াজ হতো। সে সময় থেকেই যে সুর আমাকে বেশি আকৃষ্ট করত, সেগুলোই শিখেছি। পরে দেখি আমার গানের সাধনায় যে নজরুলের সুরের ছায়া। এভাবেই নজরুলের সুরের ভক্ত বনে যাই আমি।

নজরুলসঙ্গীতের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ কেমন দেখছেন?

ওদের অবশ্যই আগ্রহ আছে। এই প্রজন্ম নজরুল সম্পর্কে জানতে চায়, বুঝতে চায়, নজরুলসঙ্গীতের আরাধনা করতে চায়। কিন্তু তারা সে অনুসারে সুযোগ পাচ্ছে না। এ সুযোগটা আমাদের তৈরি করে দিতে হবে। নজরুলের বিভিন্ন কর্ম সম্পর্কে অনেক অনেক তথ্য তাদের সামনে তুলে ধরতে হবে।

আগ্রহ থাকা সত্ত্বেও নজরুলসঙ্গীতশিল্পী ঘাটতি কেন?

আমার স্কুল বলেন বা আমি নজরুল ইনস্টিটিউটের প্রশিক্ষক অথবা বিভিন্ন জায়গায় নজরুলকে নিয়ে যখন কাজ করি তখন দেখি প্রচুর ভালো ভালো ছেলেমেয়ে আছে। যারা তৈরিও হচ্ছে। তাদের জায়গা দিতে হবে। আমরা যারা পরিচিত আছি সবাই তাদেরই ডাকে। মাঝে মাঝে নতুন নতুন শিল্পীদেরও ডাকা উচিত। এতে গানের প্রতি তাদের আসক্তি আরো বাড়ত। এই ধারাবাহিকতা এখন থেকেই শুরু করা উচিত।

নজরুলসঙ্গীত প্রসারে আর করণীয় কী?

নজরুলসঙ্গীতকে ধারণ করতে হবে অন্তরে। এর প্রসারের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। পৃষ্ঠপোষকতার সঙ্গে সঙ্গে নতুন প্রজন্মকে নিয়ে একসঙ্গে এগিয়ে যেতে হবে।

সারা বছর ধরে নজরুল স্মরণে করণীয় পদক্ষেপ কেমন হতে পারে?

জাতীয় কবি হিসেবে নজরুল ইসলামকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। নজরুলকে নিয়ে বেশি বেশি কাজ করা উচিত সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। সেই হিসেবে নজরুলকে নিয়ে কাজ যতটুকু হওয়া উচিত ততটুকু হচ্ছে না। অথচ নজরুলকে নিয়ে নতুন প্রজন্ম বেশ আগ্রহী। কিন্তু নতুন প্রজন্মকে জায়গা দিতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব।

সোনালি সময়ে নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। সে সম্পর্কে বলবেন?

সেই সময় প্রথমবারের মতো বিটিভিতে গান করার ডাক এলো। গেলাম ডিআইটি ভবনে। হঠাৎ সেখানে জনপ্রিয় চলচ্চিত্রকার আজমল হুদা মিঠু সাহেব এসে আমাকে বললেন- ‘তুমি নায়িকা হবে? নায়িকা হয়ে দেখ বেশ ভালো করবে।’ তার মতো গুণী মানুষের মুখে এই প্রস্তাব শুনেও আমি কেঁদে দিয়েছিলাম। ভেবেছিলাম আমার গান বুঝি হয় না। আমাকে দিয়ে আর গান হবে না। তাই তিনি আমাকে গায়িকা না হয়ে নায়িকা হতে বলছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads