• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নাহিদের কথায় গাইলেন সাত শিল্পী

ছবি : সংগৃহীত

শোবিজ

নাহিদের কথায় গাইলেন সাত শিল্পী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্র প্রবাসী গীতিকার নাহিদ করিম মুনের কথায় গাইলেন দুই বাংলার তারকারা। সম্প্রতি নতুন বছরকে কেন্দ্র করে এনকেএম এন্টারটেইনমেন্টের ব্যানারে আসছে মিক্সড অ্যালবাম ‘নাহিদ লাভস’। এই অ্যালবামে সর্বমোট পাঁচটি গান থাকছে। রোমান্টিক ধাঁচের গানগুলোর শিরোনাম— মন গড়া প্রেম গল্প, ওরে মন একবার শোন, তুমি যে আমার একটাই, ভালোবাসা শেষটা কোথায়, পথ চেয়ে বসে থাকি আজো। গানগুলোয় কণ্ঠ দিয়েছেন— কণ্ঠশিল্পী পূজা, কাজী শুভ, বৃষ্টি, বেলাল খান, সৈয়দ শহিদ, সাজেদুর শাহেদ ও মিতা। সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন সাজেদুর শাহেদ, বেলাল খান, সজীব দাস ও রেজওয়ান শেখ।

এ ছাড়া তার লেখা গান ‘যে কথা হয়নি বলা’ ও ‘নির্ঘুম রাত’-এ কণ্ঠ দিলেন বলিউডের প্লে-ব্যাক শিল্পী রাজ বর্মণ। এই গানটির সুর ও সঙ্গীত আয়োজনে ছিলেন বাংলাদেশের সাজেদুর শাহেদ এবং ভারতের কুস্তভ দত্ত। খুব শিগগিরই গান ২টি শ্রী ভেঙ্কটেশের ব্যানারে রিলিজ হবে।

গান প্রসঙ্গে নাহিদ করিম মুন বলেন, ‘ছোটবেলা থেকে লেখালেখির মধ্যে সময় কাটত। তাই প্রবাসী জীবনে চাকরির পাশাপাশি লেখাটাকে এখনো চর্চা করি। গানের পাশাপাশি নিজেও অনেক গান শুনি। সবার ভালোবাসা পেলে আর ভালো কিছু লেখা নিয়ে হাজির হব। বাংলা গানের সঙ্গে আছি, থাকতে চাই বাকি জীবন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads