• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
‘বাংলা উৎসব’-এ গাইবেন ফাহমিদা-বাপ্পা

ছবি : সংগৃহীত

শোবিজ

‘বাংলা উৎসব’-এ গাইবেন ফাহমিদা-বাপ্পা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ জানুয়ারি ২০১৯

ভারতের কলকাতার নজরুল মঞ্চে আজ থেকে টানা তিন দিনব্যাপী শুরু হচ্ছে ‘বাংলা উৎসব ২০১৯’। উৎসবের প্রথম দিন অর্থাৎ আজ প্রথম কলকাতার কোনো মঞ্চে একসঙ্গে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার। এ অনুষ্ঠানে অংশগ্রহণ উপলক্ষে নতুন বছরের শুরুর আগেই স্ত্রী তানিয়া হোসেইনকে সঙ্গে নিয়ে দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলেন বাপ্পা মজুমদার। তিনি সেখান থেকেই কলকাতার নজরুল মঞ্চে বাংলা উৎসবে যোগ  দেবেন।

এদিকে গতকাল বেলা ১১টার ফ্লাইটে কলকাতা গেছেন ফাহমিদা নবী। আবার ফাহমিদা নবীর জন্মদিনও আজ। জন্মদিনেই তিনি নজরুল মঞ্চে বাংলাদেশের হয়ে দেশ-বিদেশের দর্শকের সামনে সঙ্গীত পরিবেশন করবেন।

বাপ্পা মজুমদার জানান, তিনি এবং ফাহমিদা নবী একই মঞ্চে তাদের জনপ্রিয় দুই-একটি গানও গাইতে পারেন। তবে তারা দুজন নিজেদের জনপ্রিয় একক গানগুলোও গাইবেন। ফাহমিদা নবী বলেন, ‘কেমন করে যেন আমার জন্মদিনেই এমন একটি অনুষ্ঠানে গান গাইতে হচ্ছে। একজন সঙ্গীতশিল্পী হিসেবে তাই এবারের জন্মদিনটা আমার কাছে অনেকটাই অন্যরকম মনে হচ্ছে। কলকাতায় আমাদের পরিচিত যারা আছেন তাদের সবাইকে আজকের অনুষ্ঠানে আসার জন্য নিমন্ত্রণ করছি। আশা করছি বাংলা উৎসবে এলে সবারই ভালোলাগবে।’

মোবাইল ফোনে কলকাতা থেকে বাপ্পা মজুমদার বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করে দেশের বাইরে গান গাইতে সব সময়ই ভালো লাগে। কলকাতার মাটিতে এ নিয়ে তৃতীয়বারের মতো আমি সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছি। অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আশা করছি সবার সঙ্গে দেখা হবে নজরুল মঞ্চে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads