• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
দীপ্ত টিভিতে তিন ধারাবাহিক

ছবি : সংগৃহীত

শোবিজ

দীপ্ত টিভিতে তিন ধারাবাহিক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ জানুয়ারি ২০১৯

বছরের শুরুতে তিনটি নতুন ধারাবাহিক নিয়ে আসছে দীপ্ত টিভি। সপ্তাহের প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার ভিন্ন সময়ে দীপ্ত টিভিতে প্রচার হবে ধারাবাহিকগুলো। নতুন তিনটি নাটকেরই প্রচার শুরু হচ্ছে আজ থেকে। এমনটা জানানো হয়েছে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

আজ সন্ধ্যা ৬টা ও রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘খলনায়ক’। জুনায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনা এবং ফিরোজ কবীর ডলারের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, ইশানা খান, সানজিদা তন্ময়, ফজলুর রহমান বাবু প্রমুখ।

ধারাবাহিক নাটক ‘ভালোবাসার আলো-আঁধার’। প্রচার হবে সপ্তাহে ছয় দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ও রাত ৯টা ৩০ মিনিটে। নুসরাত জাহানের রচনায় নাটকটির চিত্রনাট্য করেছেন ফাহমিদুর রহমান। মেহেদী হাসান সোমেনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন বৈশাখী ঘোষ, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা প্রমুখ। 

শনি-বৃহস্পতি সপ্তাহে ছয় দিন সন্ধ্যা ৭টায় ও রাত ৯টায় প্রচার হবে ‘মান অভিমান’ শিরোনামের নাটকটি। জেন অস্টেন রচিত ‘প্রাইড অ্যান্ড  প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান। সরোয়ার সৈকতের সংলাপে এটি পরিচালনা করেছেন রাজু খান। ‘মান অভিমান’ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসাসহ আরো অনেকে। ং

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads