• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জনসচেতনতায় পূর্ণিমা

ছবি : সংগৃহীত

শোবিজ

জনসচেতনতায় পূর্ণিমা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০১৯

একজন সচেতন নাগরিক হিসেবে এবং একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে চিত্রনায়িকা পূর্ণিমা সবসময়ই দেশের জন্য, দেশের মানুষের জন্য সচেতনতামূলক কর্মকাণ্ডে সহাস্যেই এগিয়ে আসেন। শীত এলেই শীতার্ত মানুশের মধ্যে কম্বল বিতরণে এগিয়ে আসে দেশের নানান প্রতিষ্ঠান, সংগঠন। তবে এবার ‘প্রাণ আপ’র বিশেষ উদ্যোগ শীতার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কম্বল বিতরণের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পূর্ণিমা জানান, প্রাণ আপের ব্যবহূত বোতল কিংবা প্রাণের যেকোন প্রোডাক্টের বোতল আগামী ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সারা দেশের বিশটি বেস্ট বাইয়ের শাখায় রাখা উইন্টার বুথে কিংবা দেশের বিভিন্নস্থানে সেই সময়ে পিকআপ ভ্যানে থাকা উইন্টার বুথে জমা রাখলে এর বিপরীতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করা হবে। সাত দিনব্যাপী এই জনসচেতনতামূলক কর্মকাণ্ড থেকে ওঠে আসা অর্থ দিয়ে কম্বল ক্রয় করে তা শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে।

প্রাণ আপের এই ক্যাম্পেইনের নাম ‘ছড়াই ভালোবাসার উষ্ণতা’। অনলাইন মাধ্যমে প্রচারের জন্য পূর্ণিমাকে নিয়ে এটি নির্মাণ করেছেন বাপ্পা মাহমুদ। গত ১৩ ও ১৪ জানুয়ারি এর শুটিং সম্পন্ন হয়েছে। এ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘দেশের সচেতন একজন নাগরিক হিসেবে আমি সবসময়ই ঢাকায়, ঢাকার বাইরে নানান ধরনের সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। একজন নাগরিক হিসেবে আমার দায়িত্বতো রয়েছেই, পাশাপাশি একজন অভিনয়শিল্পী হিসেবেও দেশের জন্য, দেশের মানুষের জন্য সবসময়ই আমি কিছুনা কিছু করার চেষ্টা করি। ছড়াই ভালোবাসার উষ্ণতা ঠিক তেমনই একটি কাজ। এ কাজটি আমি অনেক তৃপ্তি নিয়ে করেছি। আমি চাই পরিবেশের প্রতি সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়াক সবাই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads