• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
চলচ্চিত্র শিল্পীদের বনভোজন অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

শোবিজ

চলচ্চিত্র শিল্পীদের বনভোজন অনুষ্ঠিত

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ জানুয়ারি ২০১৯

জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। গতকাল গাজীপুরের মেঘবাড়ী রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে এ বনভোজন। বনভোজন উপলক্ষে রিসোর্টে গতকাল বসেছিল তারার হাট। নবীন-প্রবীণ চলচ্চিত্র শিল্পীদের সমন্বয়ে উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল বনভোজন উপলক্ষে।

বনভোজনে অংশ নিতে সকাল ৮টায় বিএফডিসি থেকে গাজীপুরের উদ্দেশে যাত্রা করে চলচ্চিত্র অভিনয়শিল্পী ও আমন্ত্রিত অতিথিরা। বনভোজন স্থলে আগে থেকেই অবস্থান করছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। তাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পাদক চিত্রনায়ক ইমন এবং কার্যনির্বাহী সদস্য সাইমন ও নীরব। সকাল ১০টা থেকেই শুরু হয় অতিথিদের প্রবেশ। সেখানে আগত অতিথি এবং সমিতির সদস্যদের লাল গালিচায় অভ্যর্থনা জানান, শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।

বনভোজন প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘এবারের বনভোজনে প্রায় দুই হাজার মানুষের আয়োজন করা হয়েছে। সবাই ঘুরছে, মজা করছে, গান বাজনা উপভোগ করছে, এটাই আনন্দ।’

বনভোজনে অংশ নেওয়া তারকাদের মধ্যে রয়েছেন- সৈয়দ হাসান ইমাম, চিত্রনায়ক সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়িকা কবরী, অঞ্জনা সুলতানা, অভিনেতা ডিপজল, অনন্ত জলিল, বর্ষা, কাবিলা, আমিন খান, বাপ্পারাজ, নাসরিন, আলেকজান্ডার বো, সম্রাটসহ অনেকে। দিনব্যাপী এ আয়োজনের পর্দা নামে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন চলচ্চিত্রের একঝাঁক নায়ক-নায়িকা। তাদের মধ্যে ছিলেন জয় চৌধুরী, শিপন মিত্র, নাদিম, সাঞ্জু জন, অভি, সাইফ খান, আঁচল, জলি, বিপাশা, নীড়, দিপালী ও অমৃতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads