• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
২৮ বছর পর ময়মনসিংহে মিতালী মুখার্জি

মিতালী মুখার্জি

ছবি : সংগৃহীত

শোবিজ

২৮ বছর পর ময়মনসিংহে মিতালী মুখার্জি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ ফেব্রুয়ারি ২০১৯

দীর্ঘ আটাশ বছর পর বাংলাদেশের গর্ব ভারতের গজল সম্রাজ্ঞী মিতালী মুখার্জি তার নিজ জন্মস্থান ময়মনসিংহে গেছেন। গতকাল তিনি তার বড় ভাই দীলিপকে সঙ্গে নিয়ে বেশ কয়েক দিনের জন্য ঘুরতে ময়মনসিংহ গেছেন। কিছু দিন আগে পুলিশ সপ্তাহের একটি শোতে অংশ নিতে ঢাকায় আসেন মিতালী মুখার্জি। তার বড় ভাই দীলিপও এই সময় দেশের বাইরে থেকে ঢাকায় আসেন। তাই দুই ভাই বোন মিলে পরিকল্পনা করেই ময়মনসিংহে গেলেন।

সর্বশেষ ১৯৯১ সালে মিতালী মুখার্জি ময়মনসিংহ গিয়েছিলেন। মিতালী মুখার্জির বাবা অমূল্য মুখার্জি ১৯৭৭ সালে ডিআইজি হিসেবে অবসর গ্রহণ করেন। ১৯৯৫ সালে তার বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাবার আগে ক্যানসারের শেষ পর্যায়ে যখন ছিলেন তখন মুম্বাইতে মিতালী মুখার্জির কাছে ছিলেন। সেই সময়ে মিতালীর বাবার শেষ ইচ্ছা ছিল ময়মনসিংহে একবার হলেও ঘুরে যাওয়ার। কিন্তু মিতালী দুঃখ প্রকাশ করে জানান, বাবার শেষ ইচ্ছাটা তিনি পূরণ করতে পারেননি। তার আগেই তার বাবা মারা যান। বাবার সেই শেষ ইচ্ছাটার কথা মিতালী মুখার্জিকে ভীষণ তাড়িয়ে বেড়ায়। তার বাবা আজ নেই, এটাই সত্যি। কিন্তু তারপরও বাবার শেষ ইচ্ছাটা কিছুটা পূরণ করতেই বাবার বাড়ি, নিজের জন্মস্থান ঘুরতে এরই মধ্যে ময়মনসিংহ পৌঁছে গেছেন মিতালী মুখার্জি।

ফোনে মিতালী মুখার্জি বলেন, ‘আমার বড় ভাই দীলিপের সঙ্গে ময়মনসিংহে ঘুরতে আসতে পারব, এটা আমি কল্পনাও করতে পারিনি। ঈশ্বরের অনেক কৃপা ছিল বলেই এটা সম্ভব হয়েছে। দীর্ঘদিন পর ময়মনসিংহে এসে কী যে ভালো লাগছে তা সত্যিই একবাক্যে বোঝানো সম্ভব নয়। ফেলে আসা দিনগুলোর কথা খুব মনে পড়ছে। তাই বিদ্যাময়ী স্কুল, মুমিনুন্নেসা কলেজসহ অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছি। দাদার ছোটবেলার বন্ধু দুলাল শর্মাও আমাদের সঙ্গ দিচ্ছেন। আমি জানি না কতটা দিন এখানে থাকব। আমি প্রতি মুহূর্তেই ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়ছি।’

মিতালী মুখার্জির কণ্ঠে প্রথম মৌলিক গান ছিল রফিক-উজ-জামানের লেখা ও অনুপ ভট্টাচার্য্যের সুরে ‘সুখ পাখিরে পিঞ্জিরা তোর’। এটি সে সময় বেতারে প্রচার হয়েছিল। টিভিতে তার প্রচারিত প্রথম মৌলিক গান ছিল ‘সুখ পাখিটা তো নীল চিঠি নয়’। তবে আলাউদ্দিন আলীর কথা এবং সুর সঙ্গীতে আমজাদ হোসেন পরিচালিত ‘দুই পয়সার আলতা’ চলচ্চিত্রের ‘এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই’ গানটি তাকে তারকা মিতালীতে পরিণত করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads