• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ব্যতিক্রমী শেহতাজ

ছবি : সংগৃহীত

শোবিজ

ব্যতিক্রমী শেহতাজ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি ২০১৯

শেহতাজ মুনিরা হাশেম। তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী। দর্শকদের কাছে তিনি শেহতাজ নামেই পরিচিত। আজ ভালোবাসা দিবস উপলক্ষে ‘লাকী সেভেন’ শিরোনামের নতুন নাটকে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করছেন শেহতাজ। এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত এই নাটকটি আজ প্রকাশ হবে।

নাটকে শেহতাজের বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তানিন রহমানের রচনা ও চিত্রনাট্যে এই নাটকটি নির্মাণ করেছেন মাকসুদুর রহমান বিশাল। এতে আরো অভিনয় করেছেন অনিক, বাপ্পা, দোলা, নাবিলা, মুমুসহ অনেকে। নাটকটি সম্পর্কে শেহতাজ বলেন, ‘পরিচালক বিশাল ভাইয়ের প্রতিটি নাটকের মাঝে ভালোবাসার ভিন্ন ভিন্ন রূপ দেখতে পাই। এখানেও ঠিক তেমন কিছু দর্শক দেখবে। আর অপূর্ব ভাইয়ের সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে।’

‘আল্পনা কাজল’, ‘চিনিগুঁড়া প্রেম’, ‘আনলিমিটেড মাস্তি’, ‘ফটোগ্রাফ’, ‘শোজ অব পোয়েট্রি’ এই সকল নাটকে অভিনয় করে দারুণ আলোচিত হন শেহতাজ। ঢাকার মোহাম্মাদপুরে বেড়ে ওঠা শেহতাজ দুই বছর আগেও বাংলা ভাষায় তেমন একটা ভালোভাবে কথা বলতে পারতেন না। সেই শেহতাজ এখন টেলিভিশন চ্যানেলে বাংলা ভাষায় অনুষ্ঠান উপস্থাপনা করছেন! নিয়মিত নাটকেও দেখছেন দর্শক। তিনি বলেন, ‘আমার কাছে উপস্থাপনা সব থেকে বেশি চ্যালেঞ্জিং মনে হয়। কারণ দু’বছর আগেও আমি বাংলায় বেশি কথা বলতে পারতাম না, এখন আমি বাংলায় বেশি বেশি কথা বলার চেষ্টা করছি। সেক্ষেত্রে বাংলাভিশনের ‘ওয়েব লাইভ উইথ  শাহতাজ’ এই অনুষ্ঠানটি আমাকে অনেক সাহায্য করেছে শুদ্ধ বাংলা বলার ক্ষেত্রে।’

মডেল হিসেবেও সফল শেহতাজ। অ্যালপেনলিবে জাস্ট জেলির একটি টিভিসিতে মডেল হিসেবে টিভিতে প্রথম মুখ দেখানো। এরপরই বাংলালিংক কলড্রপের টিভিসির মডেল। বিজ্ঞাপনটি ২০১৪ সালের মাঝামাঝিতে প্রচার হওয়ার পরই পরিচিত হয়ে ওঠেন। কলড্রপের বিজ্ঞাপনে ঝগড়াটে মেয়েটিকে তরুণদের মনে ধরে যায়। নিজের ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত বিজ্ঞাপন এটি বলে মানেন শেহতাজ। বর্তমানে অভিনয়, উপস্থাপনা, মডেলিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads