• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
প্রকাশ হলো অ্যাডভার্ব ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও ”কতদূর”

ছবি : বাংলাদেশের খবর

শোবিজ

প্রকাশ হলো অ্যাডভার্ব ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও ”কতদূর”

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০১৯

নরসিংদীতে অ্যাডভার্ব ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও ”কতদূর” প্রকাশিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীতে শহীদ জনবন্ধু লোকমান ওয়ারিয়র্সের আয়োজনে দি প্রাউড অফ নরসিংদী কনসার্টে মিউজিক ভিডিওটির শুভ উদ্ধোধন করেন নরসিংদী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল।

শহীদ জনবন্ধু লোকমান ওয়ারিয়র্সের সভাপতি রাব্বির হাসান অতুলের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাএলীগের সভাপতি শিব্বির আহমেদ শিবলীসহ প্রমুখ।

অ্যাডভার্ব ব্যান্ডের লাইনআপে ভোকাল প্রান্ত, গিটারে লিংকন ও রেক্স, ড্রামার সোহাগ ও বেস গিটারে আছেন তুহিন।

”কতদূর” গানটির কথা ও সুর করেছেন অ্যাডভার্ব ব্যান্ডের ভোকাল প্রান্ত।

অ্যাডভার্ব ব্যান্ডের গিটারিস্ট লিংকন বলেন, প্রায় চার বছরের পথ অতিবাহিত করার পর বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে আমরা কতদূর গানটি প্রকাশ করেছি। গানটির মিউজিক ভিডিও স্যোশাল মিডিয়া ও ইউটিউবে প্রকাশ করা হচ্ছে। গানটির মিউজিক ভিডিওতে উঠে এসেছে ভালবাসার নতুন এক রুপ। এছাড়া শ্রীঘ্রই গানটি দেশের সব রেডিওতে প্রকাশ করা হবে।

এছাড়া দি প্রাউড অফ নরসিংদী কনসার্টে গান পরিবেশন করে ব্যান্ড সুতরাং, ব্যান্ড ওয়ার, ব্যান্ড চাতক ও জনপ্রিয় কন্ঠশিল্পী মাহতিম সাকিব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads