• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
তানজিন তিশা এবার লেডি মাস্তান

‘প্রেমহীন প্রেমিকা’ নাটকে লেডি মাস্তান চরিত্রে তানজিন তিশা

ছবি : সংগৃহীত

শোবিজ

তানজিন তিশা এবার লেডি মাস্তান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি ২০১৯

বিশেষ নাটক ‘প্রেমহীন প্রেমিকা’। নামটি শুনলেই মনে হয় রোমান্টিক ঘরানার নাটক। আদৌ তা নয়। নাটকের যে প্রেমহীন প্রেমিকা তিনি একজন বড় মাস্তান। আর এ লেডি মাস্তান চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত নায়িকা তানজিন তিশা।

নাটকের একটি দৃশ্যে দেখা যায়, ইতি (তানজিন তিশা) কে কলোনিতে এক নামে সবাই চেনে। কারণ, সে এলাকার একমাত্র লেডি মাস্তান! সবাই তাকে ভয় পায়, সম্মান করে, সালামও দেয়। কলোনির যত ছোট বোন আছে সবাই তার সঙ্গী। সে যা বলে, তাই চলে এলাকায়। ধনী পরিবারে বেড়ে ওঠা ইতি হচ্ছে বাবা-মায়ের একমাত্র সন্তান। পরিবার থেকে বিয়ে ঠিক করা হলেও যেকোনো উপায়ে বিয়েটা ভেঙে দেওয়া তার প্রধান কাজ। সোজাসাপ্টা কথা- সে বিয়েই করবে না।

এভাবে চলতে থাকা ইতি এক দিন ভুল করে তাদের কলোনিতে আসা নতুন ভাড়াটিয়া শ্রাবণকে ভীষণ মার দেয়। তবে কিছু দিনের মধ্যেই জানতে পারে, ভুল মানুষকে মেরেছে সে ও তার দল। শ্রাবণ আসলে খুবই নম্র, ভদ্র একটি ছেলে। ব্যাপারটা ইতির মনকে প্রশ্নবিদ্ধ করে। ধীরে ধীরে বদলে যেতে থাকে মাস্তান ইতির অগ্নিরূপ।

এমন একটি ব্যতিক্রম গল্প দিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘প্রেমহীন প্রেমিকা’। কুদরত উল্লাহর রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। এতে শ্রাবণ চরিত্রে ইরফান সাজ্জাদ। আরো অভিনয় করেছেন তাসনিম ইমা, এস জুনায়েদ, জুলিয়েট প্রমুখ।

বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তানজিন তিশা। তিনি বলেন, ‘সারা বছরই আমি একক নাটক নিয়ে ব্যস্ত থাকি। ভালো গল্প ও ভালো নির্মাতার নাটক পেলে সেই সুযোগ কোনো সময়ই হাতছাড়া করি না। এখনই তো পরিশ্রম করে নিজেকে শক্ত একটা জায়গায় দাঁড় করানোর সময়। সে জন্য নিজের ব্যক্তিগত অনেক কাজ ফেলেও শুটিং করতে হয়।’ মডেলিং দিয়ে শুরু হয় তানজিন তিশার মিডিয়া ক্যারিয়ার। প্রথমেই অমিতাভ রেজার নির্দেশনায় ‘রবি’র বিজ্ঞাপনে কাজ করে বাজিমাত করেন তিনি। এটিই ছিল তার টার্নিং পয়েন্ট। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নামিদামি পণ্যের মডেল হয়ে নিজের একটা পোক্ত অবস্থানে দাঁড় করিয়ে শুরু করেন নাটক ও টেলিছবির কাজ। ইউটার্ন, আপন কথা, ময়না টিয়া, সোনালি রোদ্দুর, এই শহরে মেয়েরা একা, অচেনা বন্ধু নাটকে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন এই অভিনেত্রী। সারা বছর তিশাকে একক নাটকেই বেশি দেখা যায়। ভালো গল্প ও নির্মাতা পেলে মাঝেমধ্যে ধারাবাহিকেও অভিনয় করেন তিনি। নাটকের পাশাপাশি মিউজিক ভিডিওর কল্যাণে আরো লাইম লাইটে আসেন তিনি। জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’ গানের মডেল হয়ে হইচই ফেলে দেন। এরই ধারাবাহিকতায় বেশ কয়েকটি গানের মডেল হিসেবে তাকে দেখা যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads