• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
অণিমার নির্দেশনায় ‘চিত্রাঙ্গদা’

ছবি : সংগৃহীত

শোবিজ

অণিমার নির্দেশনায় ‘চিত্রাঙ্গদা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ মার্চ ২০১৯

ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের আয়োজনে আজ থেকে দু’দিনব্যাপী ‘তৃতীয় সঙ্গীত উৎসব ২০১৯’ শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ সংলগ্ন মাঠে এই উৎসব প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন সঙ্গীত উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও সঙ্গীত বিভাগের চেয়ারম্যান অণিমা রায়। ২০১৭ সালে অণিমা রায়েরই উদ্যোগে এই বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক সঙ্গীত উৎসব ২০১৭’ অনুষ্ঠিত হয়। মাঝে এক বছর বিরতি নিয়েছেন তিনি আগের চেয়ে আরো ভালো একটি সঙ্গীত উৎসব উপহার দেবার লক্ষ্যে।

আজ অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মীজানুর রহমান। আগামীকালের অর্থাৎ উৎসবের শেষদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। উৎসবের প্রথমদিনে অন্যান্য পরিবেশনার পাশাপাশি সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হবে সঙ্গীত বিভাগের বিশেষ নিবেদন রবীন্দ্র নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’। এর নির্দেশনায় আছেন অণিমা রায়। নৃত্য পরিচালনায় আছেন ওয়ার্দা রিহাব। সঙ্গীত বিভাগের ৪২জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করবেন।

‘চিত্রাঙ্গদা’ নির্দেশনায় ও মঞ্চস্থ করা প্রসঙ্গে অণিমা রায় বলেন,‘ আমার জানামতে কোন বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম চিত্রাঙ্গদা মঞ্চস্থ হতে যাচ্ছে। আমাদের বিভাগের শিক্ষার্থীদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্নস্থান ঘুরে দেখিয়েছি। যাতে তাদের মধ্যে রবীন্দ্রনাথের প্রতি প্রেম, ভালোবাসা জাগ্রত। তারা যেন নিজে উপলদ্ধি করে নৃত্যনাট্যে অংশগ্রহণ করে। আমাদের শিক্ষার্থীরা সেই উপলদ্ধি থেকেই চিত্রাঙ্গদায় অংশগ্রহণ করছে এবং আমি তাদের নিয়ে খুবই আশাবাদী। ধন্যবাদ যারা এবারের সঙ্গীত উৎসবকে সফল করতে আমার সঙ্গে থেকে অনেক শ্রম দিচ্ছেন। তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

অণিমা রায় জানান এবারের উৎসবে সঙ্গীতের সকল ধারাকেই তিনি সম্পৃক্ত রাখার চেষ্টা করেছেন। দু’দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে সঙ্গীত পরিবেশন করবেন রথীন্দ্রনাথ রায়, খায়রুল আনাম শাকিল, ফেরদৌস আরা, তপন চৌধুরী, অদিতি মোহসীন. স্বাগতা মুখার্জি, রাজরূপা চৌধুরী’সহ আরো অনেকে। দ্বিতীয় দিনে সকাল ১১টায় প্রবন্ধ পাঠ করবেন ড. অসিত রায়, আলোচনায় অংশ নেবেন ড. সৈয়দ মনজুরুল ইসলাম, ড. আ বা ম নূরুল আনোয়ার। দুপুর ১২টা ৩০ মিনিটে সম্মাননা প্রদান অনুষ্ঠান। এরপর সঙ্গীত পরিবেশন করবেন সুবীরনন্দী, কিরণ চন্দ্র রায়, রেজওয়ানা চৌধুরী বন্যা, লাইসা আহমেদ লিসা, প্রিয়াংকা গোপ’সহ আরো অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads