• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

ছবি : সংগৃহীত

শোবিজ

সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৯

নন্দিত সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সবকিছুই কৃত্রিম উপায়ে চলছে। তিনি এখনো অচেতন। তবে চিকিৎসকরা তার ব্যাপারে আশাবাদী। গতকাল এমনটাই জানিয়েছেন এই সঙ্গীতশিল্পীর জামাতা ড. রাজেশ সিকদার।

একুশে পদক পাওয়া জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুবীর নন্দী গত রোববার রাতে হূদ‌রোগে আক্রান্ত হন। তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। এরপর গত সোমবার সকালে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানিয়েছেন, হাসপাতালে আনার পর সুবীর নন্দীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। এখানে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হচ্ছে। ৭২ ঘণ্টা পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

পরিবারের পক্ষ থেকে সুবীর নন্দীকে দেখে এসে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বলেছেন, ‘অবস্থা ভালো নয়। সুবীর নন্দী দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছেন। তার হার্টে বাইপাস অপারেশন হয়েছে। কিডনির সমস্যা আছে। নিয়মিত ডায়ালাইসিস করাতে হয়। হাসপাতালে আনার পর তার মারাত্মক কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এখন তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। প্লিজ, সবাইকে তার জন্য দোয়া করতে বলবেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads