• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সোহেল আরমানের নির্দেশনায় তৃতীয়বার অপূর্ব-তিশা

ছবি : সংগৃহীত

শোবিজ

সোহেল আরমানের নির্দেশনায় তৃতীয়বার অপূর্ব-তিশা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ মে ২০১৯

গুণী অভিনেতা, নাট্যরচয়িতা এবং নাটক, চলচ্চিত্র নির্মাতা সোহেল আরমানের নির্দেশনায় তৃতীয়বারের মতো আবারো একটি নাটকে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী তানজিন তিশা। গত ৩০ এপ্রিল ও ১ মে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে ও বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়। নাটকটির গল্প রচনা করেছেন পরিচালক নিজেই। এর আগে অপূর্ব ও তানজিন তিশা সোহেল আরমানের নির্দেশনায় ‘মাফলার’ ও ‘নয় অভিনয়’ নাটকে অভিনয় করেছিলেন। এবারের নাটকের নাম ‘বেলী ফুলের বিয়ে’।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘সোহেল ভাইয়ের নির্দেশনায় আগেও কাজ করেছি। সত্যি বলতে কী, তিনি অভিনেতা হিসেবে যেমন অসাধারণ, একজন নির্মাতা হিসেবেও তেমনি অসাধারণ। যেহেতু তিনি নিজেই গল্প রচনা করেন, তাই তার ভাবনা অনুযায়ীই তিনি তার গল্পকে যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। বেলী ফুলের বিয়ে নাটকটির গল্প খুব সুন্দর। যে কারণে অনেক আগ্রহ নিয়ে আমি কাজটি করেছি। তিশাও আগের চেয়ে অভিনয়ে ভালো করছে। সব মিলিয়ে সোহেল ভাইয়ের এই কাজটিও আশা করছি দর্শকের কাছে আরো অনেক বেশি উপভোগ্য হয়ে উঠবে।’

তানজিন তিশা বলেন, ‘সোহেল ভাইয়ের সঙ্গে কাজ করতে গেলে আমি খুব কম্পোর্ট ফিল করি। আড্ডা দিতে দিতে কাজ করার মধ্য দিয়ে একটা আলাদা ভালো লাগা কাজ করে। যে কারণে কাজটাও অনেক ভালো হয়। আর অপূর্ব ভাইয়ার নির্দেশনাতেই আমি প্রথম নাটকে কাজ করি, ব্যাকডেটেড নাটকে। তখন আমি শুধু মডেলিংই করতাম। পরবর্তী সময়ে অপূর্ব ভাইয়ার সঙ্গে অন্য বেশ কয়েকজন পরিচালকের নির্দেশনায় কাজ করি। তার সঙ্গে কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। এই কাজটিও অনেক ভালো হবে আশা করছি।’

নির্মাতা সোহেল আরমান জানান আগামী ঈদে ‘বেলী ফুলের বিয়ে’ নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে গেলো বৈশাখে অপূর্ব অভিনীত শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘চেনা পথের অপরিচিতা’, ইমরাউল রাফাতের নাটক ‘শুধু তুমি’, রাজের ‘প্লে বয়’ নাটক দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। ইমরাউল রাফাত পরিচালিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘পুলিশ দ্য রিয়েল হিরো’, মাবরুর রশীদ বান্নাহর’ ‘এক্স ওয়াইফ’, নাজমুল রনির ‘অবশেষে’ , অমির ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘এক্স গার্লফ্রেন্ড’ নাটকগুলো বেশ আলোচনায় আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads