• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ইশানার নতুন নায়ক

ছবি : সংগৃহীত

শোবিজ

ইশানার নতুন নায়ক

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ১০ মে ২০১৯

অভিনয়ের পথচলায় অভিনেত্রীদের প্রতিনিয়তই নতুন নতুন অভিনয়শিল্পীর সঙ্গে অভিনয় করতে হয়। বিশেষত সহ-অভিনেতা যখন নতুন হন, তখন অভিনেত্রীর জন্য বিষয়টি একটু চ্যালেঞ্জ হয়েই দাঁড়ায়। জনপ্রিয় নাট্যাভিনেত্রী ইশানা দীর্ঘদিন অভিনয়ের সঙ্গে যুক্ত। তবে এবারই প্রথম অস্ট্রেলিয়া প্রবাসী উপস্থাপক ও মডেল সারিফ চৌধুরীর সঙ্গে এক নাটকে অভিনয় করেছেন। মিডিয়ায় সারিফের পথচলাটা নতুন নয়। তবে ইশানার বিপরীতে নায়ক হিসেবে তিনি নতুন। ইশানা ও সারিফ এবারই প্রথম একসঙ্গে তপু খানের নির্দেশনায় আরটিভিতে প্রচার চলতি ‘সময়ের গল্প’ নাটকে অভিনয় করেছেন।

জানা গেছে, এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। সারিফ চৌধুরী ২০০৫ সাল থেকে মিডিয়ায় নিয়মিত কাজ করছিলেন। তার শুরুটা উপস্থাপনা দিয়ে। চ্যানেল ওয়ান, আরটিভি ও এটিএন বাংলায় নিয়মিত উপস্থাপনা করতেন তিনি। পরবর্তীকালে বিজ্ঞাপনের মডেল হিসেবেও কাজ শুরু করেন তিনি। তার উপস্থাপনায় চ্যানেল ওয়ানে ‘রূপান্তরের গল্প’ ও ‘মিউজিক ওয়াগন’ বেশ জনপ্রিয়তা পেয়েছিল। আরটিভির ‘লুক অ্যাট মি’ও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বিজ্ঞাপনের মডেল হিসেবে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন সারিফ ‘একমি প্রিমিয়াম টি’, ‘পেপসোডেন্ট হারবাল’, ‘প্রাণ চাটনী’ ও ‘ওয়ারিদ টেলিকম’-এ। এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি যথাক্রমে মোস্তফা সারয়ার ফারুকী, অমিতাভ রেজা চৌধুরী, মিতুল ও গাজী শুভ্রর নির্দেশনায়। মোহন খানের নির্দেশনায় তিনি এখন পর্যন্ত তিনটি এবং বি ইউ শুভর নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছেন। মোহন খানের নাটকগুলো প্রচারিত হয়েছে। তবে শুভর নাটকটি প্রচারের অপেক্ষায়। প্রচারের অপেক্ষায় তপু খান নির্দেশিত নাটকটিও। ২০০৯ সাল পর্যন্ত সারিফ মিডিয়াতেই ব্যস্ত ছিলেন। কিন্তু পরে অস্ট্রেলিয়ার সিডনি চলে যান। সেখানে তিনি ২০১১ সাল থেকে ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কে (এনবিএন) নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। দেশে এলেই শুধু এখন নাটকে অভিনয় করেন। তারই ধারাবাহিকতায় গত মাসে দেশে এসে ইশানার বিপরীতে একটি নাটকে অভিনয় করেন।
ইশানা বলেন, সারিফের সঙ্গে এর আগে একটি প্রতিষ্ঠানের ফটোশুটে অংশ নিয়েছিলাম। এবারই প্রথম তার সঙ্গে নাটকে অভিনয় করেছি। খুব সহযোগিতাপরায়ণ একজন সহশিল্পী সারিফ এবং একজন মেধাবী অভিনেতাও বটে। আমি তার সঙ্গে কাজ করে বেশ উচ্ছ্বসিত।’

অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে সারিফ বলেন, ‘ইশানার সঙ্গে অভিনয় করে বেশ ভালো লেগেছে আমার। তার কাছ থেকে অভিনয়ের টুকিটাকি অনেক কিছুই শিখেছি। আশা করছি নাটকটি প্রচারে এলে ভালো সাড়া পাব।’
তপু জানান, শিগগরিই নাটকটি আরটিভিতে প্রচার হবেG

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads