• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা অপরিবর্তিত

ছবি : সংগৃহীত

শোবিজ

এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা অপরিবর্তিত

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ মে ২০১৯

‘এটিএম শামসুজ্জামানের অবস্থার অবনতি হয়নি— এটাই আশার খবর। ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এখনো আইসিইউতে আছেন। তাকাচ্ছেন। আমাদের দেখলে উত্তেজিত হয়ে যান, কাঁদেন।’

কথাগুলো বলেন এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান। হাসপাতালে সর্বক্ষণ স্বামীর পাশে রয়েছেন তিনি। গত শনি ও রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর আগেও তাকে নিয়ে বেশ কয়েকবার মৃত্যুর গুজব ছড়ানো হয়। গুজবের খবরে পরিবারের সদস্যরা বেশ বিরক্ত হন। অনেক ভক্ত গিয়ে ভিড় করেন হাসপাতালের গেটে।

গুজব ছড়ানোর বিষয়ে রুনি জামান বলেন, এতবার এসব গুজব কারা ছড়ায়, তাদের প্রতি নিন্দা জানাই। তাদের কি খুঁজে বের করা যায় না? চিকিৎসা বিষয়ে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া গেলে ভালো হতো। আমরা প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছি। আশা করি ভালো খবর পাব।

গত ২৬ এপ্রিল রাত ১২টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ এপ্রিল শনিবার টানা তিন ঘণ্টা অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। ২৮ এপ্রিল সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেলা ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এটিএম শামসুজ্জামান একাধারে কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা। তিনি ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন ঢাকার পোগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, রাজশাহীর লোকনাথ হাইস্কুলে। অভিনয় দিয়ে বাংলা সিনেমা ও নাটকে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। অভিনয়ের জন্য পেয়েছেন বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads