• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
একসঙ্গে তানভীর, শ্যামল ও স্নিগ্ধা

ছবি সংগৃহতি

শোবিজ

একসঙ্গে তানভীর, শ্যামল ও স্নিগ্ধা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ মে ২০১৯

দীর্ঘদিন ধরে নাটক নির্মাণের সঙ্গে সম্পৃক্ত গুণী নাট্যনির্মাতা শান্তা রহমান। নির্মাণের পথে দীর্ঘদিনের পথচলায় তিনি সাদিয়া ইসলাম মৌ, তারিন জাহান ও নুসরাত ইমরোজ তিশাকে নিয়েই সবচেয়ে বেশি নাটক নির্মাণ করেছেন। মৌকে নিয়ে নির্মিত ‘অনুভব’, ‘সেল’, তারিনকে নিয়ে নির্মিত ‘নন্দিনী’, ‘পাওয়া না পাওয়া’, ‘জানা গন্তব্য অজানা পথ’, তিশাকে নিয়ে ‘হয়তো বা’, ‘স্বচ্ছ অন্ধকার’সহ আরো বেশকিছু নাটক নির্মাণ করেছেন তিনি, যা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে।
গল্প নির্বাচনের ক্ষেত্রে শান্তা যেমন বেশ সচেতন থাকেন, ঠিক তেমনি নাটক নির্মাণের ক্ষেত্রেও শান্তা বেশ মনোযোগী থাকেন। সেই ধারাবাহিকতায় এবার শান্তা রহমান প্রথমবারের মতো তানভীর, শ্যামল মাওলা ও স্নিগ্ধা মোমিনকে নিয়ে নির্মাণ করেছেন আগামী ঈদের জন্য বিশেষ নাটক ‘লাল রঙের খাম’। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজসহ আশপাশ এলাকায় নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকের গল্প প্রসঙ্গে জানা যায়, রিজু সাজিদকে লাল রঙের একটি খাম দিয়ে যায়। যাওয়ার সময় রিজু বলে যান, এই খামের ভেতর চিঠিটি পড়লেই আপনার স্ত্রীর অতীত সম্পর্কে জানতে পারবেন। কিন্তু নানান কারণে সাজিদের চিঠিটা পড়াই হয়ে ওঠে না। একসময় চিঠিটি সাজিদের স্ত্রী অধরার হাতে গিয়ে পড়ে। এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটিতে রিজু চরিত্রে শ্যামল, সাজিদ চরিত্রে তানভীর এবং অধরা চরিত্রে স্নিগ্ধা অভিনয় করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুণী নাট্যাভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী।
নাটকটি নির্মাণ প্রসঙ্গে শান্তা রহমান বলেন, ‘বেশ কিছুদিন বিরতি শেষে নাটক নির্মাণ করেছি। যারা এই নাটকে অভিনয় করেছেন, তাদের প্রত্যেকেই ভীষণ আন্তরিক। প্রচণ্ড গরমের মধ্যে তারা সত্যিই ভীষণ কষ্ট করে শুটিং করেছেন। তানভীর, শ্যামল, স্নিগ্ধা এবং সর্বোপরি মেমী আপা অসাধারণ অভিনয় করেছেন। যদিও বা শ্যামল ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছেন কিন্তু তাতেই দর্শক মুগ্ধ হবেন। তানভীর এবং স্নিগ্ধাকে দর্শক একেবারেই ভিন্নভাবে দেখবেন এ নাটকে। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে।’
শান্তা রহমান জানান, আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে নাটকটি। এদিকে তানভীর এরই মধ্যে শেষ করেছেন ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ঈদ বোনাস’র কাজ। গেল ‘মা দিবস’কে নিয়ে একটি বিশেষ তথ্যচিত্রে শ্যামল মাওলার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads