• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
জন্মদিনে শুটিং-এ তিশা

ছবি : সংগৃহীত

শোবিজ

জন্মদিনে শুটিং-এ তিশা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ মে ২০১৯

সবকিছুর ঊর্ধ্বে অভিনয়ে সবচেয়ে বেশি মনোযোগী থেকে গত কয়েক বছরে তানজিন তিশা দর্শকের কাছে নিজেকে একজন প্রিয় অভিনেত্রীতে পরিণত করেছেন। বিভিন্ন ধরনের গল্পে বিভিন্ন ধরনের চরিত্রে তার নান্দনিক অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। যে কারণে নির্মাতাদেরও তাকে নিয়ে কাজ করার আগ্রহ সৃষ্টি হয়েছে দারুণভাবে। তানজিন তিশার বিগত এবং আগামী দিনের শিডিউলের দিকে লক্ষ করলে দেখা যায় এ সময়ের দুই শীর্ষ নাট্যাভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং আফরান নিশোসহ তৌসিফ মাহবুবের সঙ্গে তিনি বেশি নাটক ও টেলিফিল্মে অভিনয় করছেন। এতে সহজেই অনুমেয় হয়, একজন নাট্যাভিনেত্রী হিসেবে তার জনপ্রিয়তা, ব্যস্ততা এ সময়ে কতটুকু। আগামী ঈদে তানজিন তিশা অভিনীত অনেক ভালো ভালো গল্পের নাটক ও টেলিফিল্ম দর্শক দেখতে পাবেন। এরই মধ্যে তানজিন তিশা শেষ করেছেন কাজল আরেফিন অমির ‘দি এন্ড’, ‘বেডম্যান’, ‘এক্স ওয়াইফ’, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘শিশিরবিন্দু’, ‘ক্রেজি লাভার’ ও ‘আই এম অনেস্ট’, মিজানুর রহমান আরিয়ানের ‘দেখা হবে কী’, ‘২২ এপ্রিল’, তপু খানের ‘ফার্মগেট’, সোহেল আরমানের ‘বেলিফুলের বিয়ে’ ও মাহমুদুর রহমান হিমির ‘অ্যাক্সিডেন্টাল ব্রেকআপ’ নাটকের কাজ। এছাড়া শিগগির তানজিন তিশা ইমরাউল রাফাত, তপু খান, পলাশ, অলোক হাসানের নাটকের কাজও শেষ করবেন ঈদের আগেই। সবমিলিয়ে এবারের ঈদে তার বিগত ঈদগুলোর চেয়ে অভিনয়ে অনেক বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন তানজিন তিশা। সহকর্মী-শিল্পীদের কাছেও তানজিন তিশা প্রিয় একজন হয়ে উঠেছেন। তানজিন তিশা বলেন, ‘আমি চেষ্টা করেছি ভালো ভালো গল্পকে প্রাধান্য দিয়ে কাজ করতে। চরিত্রের দিকেও যথেষ্ট মনোযোগ ছিল আমার। এখন পর্যন্ত যতগুলো নাটকে অভিনয় করেছি, সবগুলো নাটক নিয়েই আমি অনেক অনেক আশাবাদী। তবে রাজ ভাইয়ার শিশির বিন্দু নাটকটি নিয়ে আমি একটু বেশিই আশাবাদী। আমার বিশ্বাস এ নাটকটি দর্শকের কাছে বেশি ভালো লাগবে। এতে আমার বিপরীতে আছেন অপূর্ব ভাইয়া।’ এদিকে আজ তানজিন তিশার জন্মদিন। এর আগের জন্মদিনগুলোতে সাধারণত তিনি কোনো শুটিং রাখতেন না। কিন্তু এবারের জন্মদিনে তাকে অনেকটা বাধ্য হয়েই শুটিং করতে হচ্ছে। আজ তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘তাহার সহিত বসবাস’ নাটকের শুটিং করবেন। এতে তার বিপরীতে থাকবেন আফরান নিশো। তানজিন তিশা বলেন, ‘অনেকটা না পারতেই আজ শুটিং রাখা। দুপুর পর্যন্ত শুটিং করে বাসায় চলে যাব। কারণ আমার পরিবার সবসময়ই আমার জন্মদিনটি বিশেষভাবে সেলিব্রেট করে। আমি আমার পবািরের এই সেলিব্রেশনটা কোনোভাবেই মিস করতে চাই না। কারণ অবশ্যই আমার পরিবার সবকিছুর ঊর্ধ্বে।’

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads