• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
উচ্ছ্বসিত স্বরলিপি

সংগৃহীত ছবি

শোবিজ

উচ্ছ্বসিত স্বরলিপি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ মে ২০১৯

উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের সান্নিধ্যে জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন বলে অভিহিত করেছেন এই সময়ের শুদ্ধ সুরের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী তানজিনা করিম স্বরলিপি। গাজী মাজহারুল আনোয়ারের লেখা মৌলিক গানে এখনো স্বরলিপি কণ্ঠ দিতে না পারলেও তার লেখা আগের অনেকগুলো গান গাওয়ার সুযোগ হয়েছে। তা-ও আবার গাজী মাজহারুল আনোয়ারের সামনে বসেই স্বরলিপি সেসব গান গেয়েছেন। চ্যানেল আইয়ে প্রচার চলতি জনপ্রিয় সংগীতানুষ্ঠান ‘পালকি’র জন্য স্বরলিপি বেশ কিছু গান গেয়েছেন।

গাজী মাজহারুল আনোয়ারের লেখা সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘মাগো আর তোমাকে’, ‘ওকে আর করলো না কেউ বিয়ে’, আঞ্জুমান আরার গাওয়া ‘আয় ঘুম আয়’, ‘খোকন সোনা বলি শোন’ গানগুলো গেয়েছেন স্বরলিপি। স্বরলিপির কণ্ঠে গানগুলো শুনে গাজী মাজহারুল আনোয়ার বেশ খুশি হয়েছিলেন।

চলতি সপ্তাহে হঠাৎ করেই গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে তারই বাসভবনে তারই সান্নিধ্যে কিছুটা সময় কাটানোর সৌভাগ্য হয় স্বরলিপির। প্রায় দুই ঘণ্টা সময়ব্যাপী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এই চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, পরিবেশক, কাহিনিকার ও গীতিকারের কাছ থেকে নানান ধরনের গল্প শোনেন স্বরলিপি। প্রতিটি গল্পের মধ্যে স্বরলিপি যেন হারিয়ে গিয়েছিলেন।

স্বরলিপির গায়কী প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘স্বরলিপি এই প্রজন্মের একজন সত্যিকারের শিল্পী। গানের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। তার মিষ্টি কণ্ঠে যেকোনো গানই সুরের মাধুর্য ছড়িয়ে দেয়।’

স্বরলিপি বলেন, ‘এটা আমার পরম সৌভাগ্য যে গাজী স্যারের সঙ্গে আমি বেশ আন্তরিকতার সাথে জীবনের অন্যতম শ্রেষ্ঠ সময় কাটিয়েছি। যেটুকু সময় তার সঙ্গে কাটিয়েছি তা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়। কারণ তিনি এই উপমহাদেশের একজন প্রখ্যাত গীতিকবি। তার কাছ থেকে আমাদের বরেণ্য সংগীতশিল্পীদের যে গল্প শুনেছি, তা চলার পথে আমাকে অনেক অনেক অনুপ্রেরণা জোগাবে। আমি সত্যিই জীবনের এই মুহূর্তটি আজীবন মনে লালন করেই এগিযে যাব।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads