• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ক্রিকেট মোদের গর্ব

ছবি : সংগৃহীত

শোবিজ

ক্রিকেট মোদের গর্ব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ মে ২০১৯

ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ উপলক্ষে অনলাইন ও ইউটিউবে মুক্তি পেল নতুন গান। ‘ক্রিকেট মোদের গর্ব’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুরারোপ করেছেন মাহবুবুল এ খালিদ। সংগীতায়োজন করেছেন রোমান। আর এতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী কিশোর দাশ ও সুকণ্ঠী গায়িকা দিলশাদ নাহার কনা। রোববার ২৬ মে গানটি মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইট খালিদসংগীত ডটকমে মুক্তি দেওয়া হয়। একই সঙ্গে গানটির একটি মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেল ‘খালিদ সংগীত’-এ প্রকাশ করা হয়। মিউজিক ভিডিওতে ক্রিকেট খেলাকে প্রাধান্য দেওয়া হয়েছে, যাতে অংশ নিয়েছেন নানান বয়সের মানুষ। ‘ক্রিকেট মোদের গর্ব, ক্রিকেট অহংকার/ ভেঙে চুরে গড়বো মোরা বিশ্বটা আবার।’ এমন কথামালায় শুরু হয়েছে গানটি।

গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী কিশোর বলেন, মাহবুবুল এ খালিদের লেখা গানে বিশেষ কোনো বক্তব্য থাকে। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে তার লেখা এবং সুর করা নতুন এই গানটিতেও বিষয়টি দেখা গেছে। চমৎকার কথার সঙ্গে গানটির সুরও দিয়েছেন তিনি। আশা করছি দর্শক-শ্রোতাদের কাছে অনেক ভালো লাগবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads