• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কোনালের কণ্ঠে আইটেম গান

ছবি : সংগৃহীত

শোবিজ

কোনালের কণ্ঠে আইটেম গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৩ জুন ২০১৯

চলচ্চিত্রে অনেক বছর ধরে গাইছেন কণ্ঠশিল্পী কোনাল। সংগীত জীবনের শুরু থেকে চলচ্চিত্রের গানেই এই শিল্পীকে বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে। তবে এবারই প্রথম ক্যারিয়ারে কোনো আইটেম গানে কণ্ঠ দিলেন কোনাল। ঈদে মুক্তির তালিকায় থাকা শাকিব খানের ‘পাসওয়ার্ড’ ছবির আইটেম গানে কণ্ঠ দিলেন তিনি।

কোনাল জানান, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। ইচ্ছে ছিল একদিন আমিও আইটেম ঘরানার গান গাইব। এবার সেই সুযোগটা পাওয়া গেল। অবশ্য এ ধরনের গানের জন্য বিশেষ গায়কির প্রয়োজন হয়। আইটেম গান গাওয়াটা একটা চ্যালেঞ্জ, আমরা যারা আধুনিক মেলোডি, রোমান্টিক গান করি, বিশেষ করে তাদের জন্য। এই চ্যালেঞ্জটা আমি নিতে চেয়েছি।’

কোনাল আরো বলেন, ‘বেশ ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিতে হয়েছে। দুদিন ধরে ভেবেছি, আসলেই কি আমার আইটেম গানে কণ্ঠ দেওয়া ঠিক হবে? নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করেছি। বুঝতে পারছিলাম না পারব কি-না। কারণ এটা একটা দায়িত্বেরও ব্যাপার। ফিল্ম অনেক বড় একটা মাধ্যম। এটার জন্য গাইলে সেই গান থেকে যায়। ভাবলাম চেষ্টা করে দেখি, ভালো না হলে বাদ দেব। রেকর্ডিং করে পাঠানোর পর সেটা সবার পছন্দ হয়েছে।’

‘আগুন লাগাইল রে টিংকু’ টাইটেলে গানের কথা, সুর, সংগীত পরিচালনা করেছেন কলকাতার লিংকন। এ গানে পারফর্ম করবেন বুবলী ও শাকিব খান। শাকিব খানের অংশটুকু গীতিকার লিংকন নিজেই গেয়েছেন।

ঈদ উপলক্ষে এই শিল্পীর একাধিক গান প্রকাশ হতে যাচ্ছে। আইয়ুব বাচ্চুর সুরে তপন চৌধুরীর গাওয়া ‘মনে করো তুমি আমি’ গানটি কাভার করেছেন কোনাল। তিনি ছাড়াও কণা, তাসফি, লুইপা, নীরব, শামীম, শুভ্র ও মিলন মাহমুদ মিলে ‘রমজানে এই রোজার শেষে’ গানটি নতুন করে গেয়েছেন। বেলাল খানের সঙ্গে ক্রিকেট নিয়েও একটি গান করেছেন কোনাল। অন্যদিকে, নিজের পরিকল্পনা ও পরিচালনায় এবং উপস্থাপনায় ‘শুভ পূর্ণিমার কণা’কে নিয়ে চ্যানেল আইতে একটি ঈদের অনুষ্ঠান করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads