• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
শিডিউল বিতর্কে মাহতিম সাকিব

ছবি : সংগৃহীত

শোবিজ

শিডিউল বিতর্কে মাহতিম সাকিব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১০ জুন ২০১৯

নতুন প্রজন্মের ভাইরাল হওয়া উঠতি গায়ক মাহতিম সাকিবের বিরুদ্ধে শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে এ অভিযোগটি এনেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভি। এদিকে মাহতিম বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে বলে দাবি করেছেন।

৯ জুন রোববার দুপুরে নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবুর পাঠানো এক মেইল বার্তায় শিডিউল ফাঁসানোর অভিযোগটি করেন। ওই মেইলে জানানো হয়, ‘গত এক মাস ধরে নাগরিক টিভির পর্দায় প্রচারণা চলেছে, ঈদের পঞ্চম দিন মাহতিম সাকিব ও ইমরান হোসেন যৌথভাবে সরাসরি গানের মেলা অনুষ্ঠানে অংশ নেবেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে। কিন্তু শোর ঠিক একদিন আগে মাহতিম সাকিব নাগরিক টিভিকে জানান, তিনি শোতে অংশ নিতে পারবেন না। কারণ বগুড়ার একটি শো তিনি হাতে নিয়েছেন এবং সেখানে অনেক টাকায় শোটি পেয়েছেন।’

এ ব্যাপারে কামরুজ্জামান বাবু বলেন, ‘মাহতিম সাকিব এক মাস আগে ইমরানসহ নাগরিকের অনুষ্ঠানে অংশ নিতে দিনক্ষণ ও টাকাপয়সা চূড়ান্ত করেন। অথচ একদিন আগে রাত ১টার সময় তিনি ফোন করে বলেন যে প্রোগ্রামটি তিনি করতে পারবেন না। কারণ তিনি বগুড়ার একটি শো করবেন। একজন নতুন শিল্পীর কাছ থেকে এমন অপেশাদারি আচরণ মেনে নেওয়া যায় না।’

তিনি বলেন, ‘যে শিল্পী কেবল গান শুরু করেছেন, শুরুতেই যদি এভাবে বেশি টাকার কারণে একটি শিডিউল শো ফাঁসিয়ে দিয়ে অন্য শো নিয়ে নেন, তবে তার কাছে ভবিষ্যতে আমরা আর কী বা আশা করতে পারি!’

এ বিষয়ে মাহতিম সাকিব বলেন, ‘আমাকে শুরু থেকেই ঈদের ষষ্ঠ দিনের কথা বলা হয়েছে। সেই অনুযায়ী আমি শিডিউল ঠিক করে এই দিনে বগুড়ার শোটি নিয়েছি। কিন্তু এই শো নেওয়ার পর আমাকে বলা হচ্ছে পঞ্চম দিনে নাগরিক টিভিতে গান করার জন্য। যেটা একেবারেই অসম্ভব। আজ আমাকে অন্য একটি শোতে অংশ নিতে হবে। সেটার জন্য অগ্রিম পারিশ্রমিকও নিয়েছি আমি।’

তিনি আরো বলেন, ‘৬ জুনকে ঈদের দিন হিসেবে ধরে শিডিউল ঠিক করা ছিল। কিন্তু ঈদ হয়েছে ৫ জুন। সেজন্য ভুল বোঝাবুঝিতে এই জটিলতা তৈরি হয়েছে। আমি কামরুজ্জামান বাবু ভাইয়ের সঙ্গে এ নিয়ে চারদিন আগেও কথা বলেছি। দুঃখও প্রকাশ করেছি শিডিউলের এই জটিলতার জন্য। আমি প্রত্যাশা করেছিলাম আমার মতো নবীনকে তিনি এই জটিলতা কাটিয়ে উঠতে সাহায্য করবেন। কিন্তু তিনি আমার নামে শিডিউল ফাঁসানোর অভিযোগ আনছেন।’

তবে নবাগত গায়ক হিসেবে এই বিতর্কে মাহতিম সাকিবের ক্যারিয়ারে বিরূপ প্রভাব ফেলবে বইকি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads