• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

শোবিজ

ভালো নেই অভিনেতা বাবর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুন ২০১৯

একসময়ের বাংলা চলচ্চিত্রের খুব পরিচিত খল অভিনেতা, প্রযোজক ও পরিচালক খলিলুর রহমান বাবর দীর্ঘদিন ধরে গ্যাংরিনের সমস্যায় ভুগছিলেন। এ কারণেই তার বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে রোববার (৯ জুলাই) তার অপারেশন হয়েছে। কমফোর্ট হাসপাতালের চিকিৎসক খালেকুজ্জামান জিপুর তত্ত্বাবধায়নে এই অপারেশন হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন না তিনি। অসুস্থ থাকার কারণেই তিনি নিয়মিত অভিনয় করতে পারছেন না।

গত ৩০ এপ্রিল অসুস্থতা বেড়ে গেলে তাকে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা জানান, তার গ্যাংরিনের অপারেশন করাতে হবে। এরপর ডাক্তারের পরামর্শে তার বাঁ পায়ের তিনটি আঙুল ফেলে দেওয়া হয়। তারপর কিছুটা সুস্থ হলে বাসায় চলে যান তিনি। পরে আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয় ও অপারেশন হয়। এখন প্রয়োজন দীর্ঘমেয়াদে হাসপাতালে থেকে চিকিৎসকের তত্ত্বাবধায়নে থাকা। কিন্তু তার জন্য যে খরচ দরকার তা জোগান দিতে পারছে না তার পরিবার। এ অভিনেতার চিকিৎসা চালিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেছেন তার স্ত্রী লতিফা বাবর। তিনি বলেন, ‘গত রোববার তার অপারেশন হয়েছে। অবস্থা খুবই নাজুক ছিল। তার হাঁটুর নিচে থেকে কেটে ফেলা হয়েছে। এর আগে ডাক্তারের পরামর্শে একই পায়ের তিনটি আঙুল ফেলে দেওয়া হয়েছিল। এবার বাঁ পা কাটা হলো। তার অবস্থা এখন ভালো নয়। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছি না!’

তিনি আরো জানান, ‘আমাদের এক ছেলে ও এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে। ছেলেও বিয়ে করে আলাদা থাকে। সংসারে আয়-রোজগারের তেমন কোনো উৎস নেই। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা সামলে যাচ্ছি আমি। অনেক কষ্ট করেই আমাদের টাকা ম্যানেজ করে থেমে থেমে চিকিৎসা করাতে হচ্ছে। অনেক দিন হাসপাতালে থাকা দরকার। কিন্তু জানি না কতদিন হাসপাতালে রাখতে পারব।’

উল্লেখ্য, আমজাদ হোসেনের নির্দেশনায় ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে বাবরের অভিষেক ঘটে। তবে খলনায়ক হিসেবে তার যাত্রা শুরু নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ চলচ্চিত্রে। দিলীপ বিশ্বাসের ‘আসামী’, শামসুদ্দিন টগরের ‘বাঞ্জারান’, দারাশিকোর ‘ডাকু দরবেশ’সহ তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads