• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
গানের মডেল আবুল হায়াত

ছবি : সংগৃহীত

শোবিজ

গানের মডেল আবুল হায়াত

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ১৩ জুন ২০১৯

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা, নির্দেশক আবুল হায়াত বাবা দিবস উপলক্ষে একটি গানের মডেল হিসেবে কাজ করেছেন। তবে তার আগে তিনি গেল ঈদ উপলক্ষে মাকসুদুর রহমান বিশালের নির্দেশনায় বাবা দিবসকে লক্ষ্য করে ‘আক্ষেপ’ নাটকে একজন বাবার ভূমিকায় অভিনয় করেছেন। নির্মাতা বিশাল জানান, নাটকটি শিগগির প্রচার হবে। গত ৯ ও ১০ জুন বন্দরনগরী চট্টগ্রামে মুসাফির সৈয়দের নির্দেশনায় আবুল হায়াত বাবা দিবসের একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন।

‘বাবা’ শিরোনামের গানটি লিখেছেন জামাল হোসেন এবং সুর সংগীত করেছেন মুহিন খান। গানটি গেয়েছেন ক্লোজআপ তারকা পুলক। এতে বাবা চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত এবং তার ছেলের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ।

মডেল হিসেবে কাজ করা প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘গানের কথা, সুর খুব ইমোশনাল। গানটির কথা যিনি লিখেছেন, অনেক দরদ দিয়ে লিখেছেন। সুরকার হিসেবে মুহিনও ভালো সুর করেছেন। পুলক অনেক আবেগ দিয়ে গানটি গেয়েছেন। যে কারণে কাজ করার সময়ও আমি অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম। বাবা বেঁচে থাকতে তাকে খুব একটা গুরুত্ব দিতো না। কিন্তু বাবা মরে যাওয়ার পর তাকে নিয়ে সন্তানের মনের গভীরে অনেক কষ্ট হয়। এ বিষয়টিই তুলে ধরা হয়েছে বাবা গানটিতে। আমার বিশ্বাস, গানটি সবার হূদয় ছুঁয়ে যাবে।’

‘আক্ষেপ’ নাটক নিয়েও দারুণ আশাবাদী আবুল হায়াত। তিনি বলেন, বিশাল চেষ্টা করেছে একটি সুন্দর গল্প দর্শকের কাছে তুলে ধরতে। আমার ছেলে হিসেবে আক্ষেপ নাটকে অভিনয় করেছে নাঈম। আরো আছে শর্মিলী আহমেদ, তাসনিয়া ফারিন। সবাই যার যার চরিত্রে বেশ ভালো অভিনয় করেছে। যে কারণে আক্ষেপ নাটকটি নিয়েও আমি আশাবাদী।’

‘বাবা’ গানটি আসছে বাবা দিবসে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার কথা রয়েছে বলে জানান মুহিন খান। এদিকে গেল ঈদে আবুল হায়াত রাবেয়া খাতুনের গল্পে ‘মমি’ নামের একটি নাটক নির্মাণ করেন। এতে অভিনয় করেন আবুল হায়াত, শিরীন আলম, ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া। এ ছাড়া আবুল হায়াত গত ঈদে আরো বেশ কয়েকটি দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন। তবে বাবা দিবস উপলক্ষে ‘বাবা’ গানটি এবং মাকসুদুর রহমান বিশালের ‘আক্ষেপ’ নাটকটি নিয়ে তিনি বেশি আশাবাদী। ‘আক্ষেপ’ নাটকটি রচনা করেছেন তানিন রহমান। এরই মধ্যে ‘আক্ষেপ’ নাটকটি নিয়ে দর্শকের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে।

পরিচালক বিশাল বলেন, ‘আক্ষেপ আমাদের বেশিরভাগ পরিবারের গল্প। যে কারণে নাটকটি নিয়ে আমি অনেক অনেক আশাবাদী।’ উল্লেখ্য, আগামী ১৬ জুন বাবা দিবস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads