• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মিউনিখ চলচ্চিত্র উৎসবে ‘শনিবার বিকেল’

ছবি : সংগৃহীত

শোবিজ

মিউনিখ চলচ্চিত্র উৎসবে ‘শনিবার বিকেল’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ জুন ২০১৯

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ এবার যাচ্ছে মিউনিখ চলচ্চিত্র উৎসবে। বিশ্বের অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের এবারের আসর শুরু হচ্ছে ২৭ জুন, চলবে ৬ জুলাই পর্যন্ত। বাংলাদেশের ছবি ‘শনিবার বিকেল’ উৎসবে অংশ নেবে সিনেকোপ্রো কম্পিটিশনে। এই বিভাগে ছবিটিকে লড়তে হবে এবার কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে অংশ নেওয়া প্রশংসিত একাধিক ছবির সঙ্গে।

এই প্রতিযোগিতা বিভাগে অংশ নেওয়া অন্য ছবিগুলো হলো ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপরেসকি পুরস্কার জেতা এলিয়া সুলেইমান পরিচালিত ‘ইট মাস্ট বি হেভেন’, একই উৎসবে আঁ সারতেঁ রিগার বিভাগে সেরা চলচ্চিত্র ব্রাজিলের পরিচালক করিম আইনুজের ‘দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিডাইস গুজমাও’, ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে নির্বাচিত ছবি ‘দ্য অরফানেজ’, উৎসবের প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্র ‘দ্য হুইসলারস’ ও ‘দ্য ট্রেইটর’। এ ছাড়া প্রতিযোগিতা বিভাগে আরো আছে যুক্তরাষ্ট্রের সানড্যান্স চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি ‘গাজা’।

এর আগে মস্কো ও সিডনির মতো বড় উৎসবে প্রদর্শিত হয়েছে জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল এবং ট্যানডেম প্রোডাকশন প্রযোজিত ছবি ‘শনিবার বিকেল’। রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটি দুটি ইনডিপেনডেন্ট জুরি পুরস্কার জিতেছে। অন্যদিকে এ সপ্তাহেই অনুষ্ঠিত সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনী হয়েছে। সেখানে প্রশংসিত হয়েছে ছবিটি।

মিউনিখ চলচ্চিত্র উৎসবে ‘শনিবার বিকেল’ ছবির প্রদর্শনী হবে ২৯, ৩০ জুন ও ১ জুলাই। উৎসবে যোগ দিতে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ২৮ জুন জার্মানির মিউনিখে যাচ্ছেন। এই ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, ইরেশ যাকের, মামুনুর রশীদ প্রমুখ। আছেন ফিলিস্তিনের অভিনেতা ইয়াদ হুরানি ও ভারতের কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads