• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
২৫ বছর পর ফিরলেন শিমুল-চৈতী

ছবি : সংগৃহীত

শোবিজ

২৫ বছর পর ফিরলেন শিমুল-চৈতী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ জুন ২০১৯

প্রায় ২৫ বছর আগের কথা। তখন ছিল বিটিভির যুগ। চ্যানেলটি বাঙালিকে বেঁধে রেখেছিল পারিবারিক সংস্কৃতির দারুণ এক আবেগে, আয়োজনে। সবার সঙ্গে বসে বিটিভি দেখা একটা পারিবারিক উৎসবের মতো ছিল তখন। সবাই খোঁজখবর রাখতেন কখন কবে প্রিয় কোন অনুষ্ঠান-নাটক প্রচার হবে। সেই সময়টাতে প্রচার হওয়া বিজ্ঞাপনগুলোও ছিল নান্দনিক ও জনপ্রিয়। সেসব বিজ্ঞাপনের বদৌলতে অনেক মডেল ও অভিনয়শিল্পীরাই তারকাখ্যাতি পেয়েছেন।

তাদের মধ্যে অন্যতম মনির খান শিমুল ও লামিয়া তাবাসসুম চৈতী। দর্শকের কাছে তারা শিমুল ও চৈতী নামেই পরিচিত। নব্বই দশকে একটি রঙের বিজ্ঞাপন এই দুজনকে দারুণ জনপ্রিয় জুটি করে তুলেছিল বিটিভির দর্শকদের কাছে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে হাজির হয়েই নতুন এক দাম্পত্যের ভালোবাসার রং ছড়াতেন তারা। তাদের মুখে-‘শোবার ঘরটা নীল হোক’, ‘আকাশের মতো’ সংলাপটি ছিল খুবই জনপ্রিয়। বিটিভির আর অনুষ্ঠানের মতো এই বিজ্ঞাপনটিও বিভিন্ন প্রজন্মের দর্শকের কাছে সোনালি স্মৃতির রুপালি পাখি। নব্বই দশকে প্রচার হওয়া ‘ভালোবাসার রং’ স্লোগান নিয়ে সেই বিজ্ঞাপনের দুই মডেল শিমুল ও চৈতী দর্শকের মনে স্মৃতির আয়নায় প্রিয়মুখ হয়ে আছেন।

২৫ বছর পর আবারো ফিরে এলেন তারা। জুটি হয়ে। দম্পতি হয়ে। নববধূর কাজলের রং সেই আগের মতোই কালো। বার্জার সম্প্রতি তৈরি করেছে সেই বিজ্ঞাপনের সিক্যুয়েল। সেখানে দেখা গেল সেই দম্পতির ২৫ বছর দাম্পত্য জীবনের পূর্তির আয়োজন। সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু।

পরিবারে যুক্ত হয়েছে নতুন কিছু মুখ, জন্ম নিয়েছে নতুন কিছু আনন্দমুখর মুহূর্ত। এখানে এই দম্পতির মেয়ের চরিত্রে দেখা গেল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত ঐশীকে। তবে দাম্পত্যের ২৫ বছর পূর্তি উপলক্ষে মনের মাধুরী মেশানো রঙে রঙিন হয়েছিল যে সংসার, সেই সংসারের বসার ঘরটা আবারও গোলাপি আর শোবার ঘরটা আকাশের মতো নীল হয়ে উঠল।

আদনান আল রাজীবের পরিচালনায় বিজ্ঞাপনটি প্রচারে আসার পর দারুণ সাড়া পড়েছে। ফেসবুকে এই টিভিসি নিয়ে চলছে স্মৃতির রোমন্থন। বিজ্ঞাপনটির নিচে হাজার হাজার দর্শক মন্তব্য করছেন। তাদের মধ্যে বেশির ভাগই ফিরে গেছেন নব্বই দশকে ফেলে আসা অতীতে। দেশে-বিদেশে থাকা আত্মীয়-বন্ধুদের ট্যাগ দিয়ে অনেকেই আবেগপ্রবণ হয়ে উঠছেন বিটিভির দিনগুলোর স্মরণে।

সবাই অভিনন্দন জানাচ্ছেন শিমুল ও চৈতীকে। তবে চৈতীর জন্যই যেন ভালোবাসাটা বেশি। কারণ শিমুলের নিয়মিতই দেখা মেলে নাটক-বিজ্ঞাপনে। কিন্তু চৈতী দীর্ঘদিন ধরে শোবিজ থেকে দূরে। হঠাৎ প্রিয় সেই সংলাপ আর বিজ্ঞাপনের নতুন গল্পে তার দেখা পেয়ে উচ্ছ্বসিত দর্শক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads