• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
গানের পাখি কর্নিয়া

ছবি : সংগৃহীত

শোবিজ

গানের পাখি কর্নিয়া

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২১ জুন ২০১৯

পপ, রক ও ব্যান্ড ঘরানার গান করেন জাকিয়া সুলতানা কর্নিয়া। ২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতা দিয়ে পরিচিতি পান কর্নিয়া। প্লে­ব্যাকেও শোনা যায় কর্নিয়ার কণ্ঠ। এই মাধ্যমে তার অভিষেক ২০১৩ সালে ‘রাঙা মন’ দিয়ে। এরপর গেয়েছেন ‘পুড়ে যায় মন’, ‘রান আউট’, ‘দ্য স্টোরি অব সামারা’, ‘পাগল বাড়ির প্রেম’, ‘স্বপ্নছোঁয়া’-সহ ১৫টি চলচ্চিত্রে।

তবে একক গান গাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন কর্নিয়া। তিনি বলেন, ‘চারদিকে সবাই এখন সিঙ্গল গানের দিকে ঝুঁকছে। আমিও এই স্রোতে গা ভাসালাম। একটি একটি করে গান করে ভিডিওতে প্রকাশ করব। প্রতিটি গানে নতুন লুকেই আমাকে দেখতে পাবেন সবাই।’ পরিকল্পনা করে গান গাইতে পছন্দ করেন এই গায়িকা। বলেন, ‘পরিকল্পনা করে সময় নিয়ে গান করার পক্ষে আমি। এতে গানের কোয়ালিটি রক্ষা করা যায়, শ্রোতার কাছেও ঠিকমতো পৌঁছে।’

স্টেজ শো দিয়েই নিজের পরিচিতি বেশি বাড়িয়েছেন কর্নিয়া। দেশের প্রায় সব জেলায়ই গেছেন গান শোনাতে। করপোরেট আর বিভিন্ন অফিশিয়াল শোতেও ডাক পড়ে বেশ। ঈদের পর থেকে এরই মধ্যে কয়েকটি স্টেজে উঠেছেন। সামনে গাইতে যাবেন চট্টগ্রাম, কক্সবাজারসহ বেশ কয়েকটি শহরে। বলেন, ‘স্টেজে দাঁড়িয়ে মানুষের উচ্ছ্বাস দেখার মজাই আলাদা। সবচেয়ে বড় কথা, একজন শিল্পীর সত্যিকারের পরীক্ষা হয় স্টেজে। সেখানে যিনি ঠিকমতো গাইতে পারেন, মাতিয়ে রাখতে পারেন, শ্রোতারা তাকেই মনে রাখে। তবে তখন খুব দুঃখ লাগে, যখন কেউ হিন্দি গানের অনুরোধ করে।’

গানের পাশাপাশি সম্প্রতি নাচের ঝলকও দেখিয়েছেন কর্নিয়া। এবারের বৈশাখে প্রথমবারের মতো বৈশাখের একটি মৌলিক গানে কণ্ঠ দেওয়ার সঙ্গে গানটিতে নেচেছেনও তিনি। সংগীত নিয়ে অনেক স্বপ্ন কর্নিয়ার। এই স্বপ্নের ভেলায় চড়ে ছুটে যেতে চান দূর-বহুদূর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads