• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ন ডরাই

ছবি : সংগৃহীত

শোবিজ

ন ডরাই

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ জুন ২০১৯

অফিশিয়াল না হলেও তাক লাগিয়ে দিয়েছিল ‘ডেয়ার টু সার্ফ’ নামের চলচ্চিত্রটির প্রথম দর্শন! পোস্টারে ছিল নারী মুক্তির ইঙ্গিত। আর এবার অফিশিয়াল পোস্টার, ছবির বাংলা নাম এবং টিজার প্রকাশ করে তুমুল আলোচনার জন্ম দিল সার্ফিং নিয়ে বাংলাদেশের প্রথম ছবিটি!

সার্ফিং নিয়ে ছবির মধ্য দিয়ে প্রথমবার প্রযোজনায় নামল স্টার সিনেপ্লেক্স। ছবিটির প্রযোজক হিসেবে আছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান। ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাতে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সার্ফিং নিয়ে বাংলার প্রথম চলচ্চিত্রের পোস্টার উন্মোচন করা হয়। সেই সঙ্গে সঙ্গে প্রথমবার দেখা যায়, ছবির বাংলা নাম রাখা হয়েছে ‘ন ডরাই’। সংবাদ সম্মেলনে জানানো হয়, যেহেতু ছবিতে কক্সবাজার অঞ্চলের গল্প বলা হয়েছে, তাই সেখানকার আঞ্চলিক ভাষায় ছবির নাম রাখা হয়েছে।

পোস্টারে দেখা মেলে সমুদ্র পাড়ে লাল বেনারশিতে এক নববধূকে, অথচ তার হাতে ধরা সার্ফিং বোট! মূলত সার্ফিং নিয়ে এক নারীর প্যাশনই ফুটিয়ে তোলা হয়েছে পোস্টারে, সেই সঙ্গে আছে বাংলার নারী মুক্তির ইঙ্গিতও!

তবে মূল চমক দেখা যায় ‘ন ডরাই’-এর ট্রেলারে। প্রায় তিন মিনিটের ট্রেলারটিতে তুলে ধরা হয় সার্ফিং নিয়ে কক্সবাজারের স্থানীয় এক মেয়ে আয়েশার সংগ্রাম। যাকে সমাজ, পরিবার আর স্বজনরা বারবার মনে করিয়ে দেয়, ‘তুই নারী, তর জন্য সমুদ্র না, সার্ফিং না!’ সংসারের শিকলে বাঁধতে চায় তাকে। কিন্তু আয়েশা নাছোড়বান্দা! সমুদ্রের বিশাল ঢেউয়ের ভেতর থেকে সার্ফিং বোটে সওয়ার হয়ে বেরিয়ে আসে! দুর্দান্ত দাপটে!

ট্রেলারটি অন্তর্জালেও প্রকাশ করা হয়। যা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এর জন্যে নির্মাতার মুনশিয়ানাকে যেমন বাহবা দিচ্ছেন, তেমনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সুনেরার প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ।

সত্য ঘটনা অবলম্বনে ‘ন ডরাই’-এর চিত্রনাট্য লিখেছেন দেবের বুনোহাঁস, পিংক ছবির চিত্রনাট্যকার কলকাতার শ্যামল সেনগুপ্ত। সিনেমার প্রায় নব্বই শতাংশ দৃশ্যধারণ হয়েছে কক্সবাজারে। সিনেমায় চট্টগ্রামের ভাষা শুনতে পাবেন শ্রোতা-দর্শকরা। তবে তা সবাই যেন বুঝতে পারেন, সেভাবেই ব্যবহার করা হয়েছে। আগামী অক্টোবরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads