• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

শোবিজ

লুইপার কণ্ঠে ‘তুমি মোর জীবনের ভাবনা’

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ২২ জুন ২০১৯

প্রয়াত বরেণ্য সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘অনুপম রেকর্ডিং মিডিয়া’ এক অন্যরকম উদ্যোগ নিয়েছে। ১৯৯৬ সালে প্রয়াত শিবলী সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’ সিনেমার ‘তুমি মোর জীবনের ভাবনা, হূদয়ে সুখের দোলা’ গানটি আবারো নতুন করে শ্রোতা দর্শককে উপহার দিতে যাচ্ছেন। গানটি লিখেছিলেন এবং সংগীত পরিচালনা করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। তবে এই প্রজন্মের শ্রোতা দর্শকের কথা ভাবনায় রেখে অনুপম রেকর্ডিং মিডিয়ার কর্ণধার আনোয়ার হোসেন গানটি গাইয়েছেন এই প্রজন্মেরই গায়িকা জিনিয়া জাফরিন লুইপাকে দিয়ে।

প্রায় দুই যুগ পর লুইপার কণ্ঠে শ্রোতারা আবারো গানটি শুনবেন। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সঙ্গে লুইপার সম্পর্কটা ছিল অনেকটাই পিতা আর কন্যার মতো। হঠাৎ বুলবুলের প্রয়াণে লুইপা এতটাই বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন যে, তাকে শ্রদ্ধা জানিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি শোক প্রকাশ করবেন, এমন ভাবনাও তার মাথায় ছিল না। তবে বহুদিন পর হলেও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে তিনি তারই একটি জনপ্রিয় গান নতুন করে আবার গাইতে পেরেছেন, সেটাও অনেক বড় অর্জন বলে মনে করেন তিনি। এর আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কনকচাঁপা। এবার কণ্ঠ দিলেন লুইপা। লু্পার গায়কী প্রসঙ্গে ভূঁয়সী প্রশংসা করেন আনোয়ার হোসেন। গত বৃহস্পতিবার রাজধানীর তিন শ ফিট এলাকায় সেট ফেলে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন।

নতুন করে গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে লুইপা বলেন, ‘বুলবুল স্যারের প্রতি শ্রদ্ধা রেখে চেষ্টা করেছি গানটি ভালোভাবে গাইবার। শ্রোতারা ভালো বলতে পারবেন কেমন হলো। আমি আমার প্রতিটি গানেই নিজের সর্বোচ্চটুকু দিয়ে গাইবার চেষ্টা করি। এ গানেও চেষ্টার কোনো কমতি ছিল না।’

আনোয়ার হোসেন বলেন, ‘লুইপা এ প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম একজন শিল্পী। এতটাই অসাধারণ গেয়েছে যার সত্যতা জানবেন শ্রোতা-দর্শক গানটি প্রকাশের পরই।’

আনোয়ার হোসেন জানান, শিগগিরই গানটি অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে আগামী ঈদের আগেই প্রকাশিত হবে। এদিকে লুইপার এরই মধ্যে প্রথমবারের মতো একটি দেশাত্মবোধক গানও প্রকাশিত হয়েছে। গানটির শিরোনাম ‘অপরূপ বাংলাদেশ’। গানটি লিখেছেন এবং সুর করেছেন কবির বকুল এবং সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads