• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করবেন তারা

ছবি : সংগৃহীত

শোবিজ

শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করবেন তারা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুন ২০১৯

শুক্রবার অনুষ্ঠিত হলো টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচন। এতে অভিনেতা ও নির্দেশক শহীদুজ্জামান সেলিম সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে এতে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন অভিনেতা আহসান হাবীব নাসিম।

সংগঠন নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সেলিম বলেন, ‘অভিনয় শিল্পী সংঘ শুরু থেকেই গতিশীল ছিল। আগে যারা কমিটিতে ছিলেন, তারাও নিবেদিতভাবে কাজ করেছেন। শিল্পী ও পেশার নিরাপত্তা থেকে শুরু করে তহবিল সংগ্রহ, উৎসব-ভাতা প্রদান, বেকার ও বয়োজ্যেষ্ঠ শিল্পীদের পাশে থাকতে নানা ধরনের কাজ করেছে। আমি এবং এবার যারা নির্বাচিত হয়েছেন, তারা সবাই শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করে যাব-এ প্রতিশ্রুতি দিয়েছি। সেই প্রতিশ্রুতি রক্ষায় যত কিছু করা সম্ভব, সবই করব।’

এ বিষয়ে নাসিম বলেন, ‘অধিক ভোটে বিজয়ী হওয়ার পেছনের কারণ হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ততটা শক্তিশালী ছিল না। এ ছাড়া দুই বছর সংগঠনের পেছনে অনেক শ্রম দিয়েছি। এ জন্য সব শিল্পীদের সঙ্গে আমার যোগাযোগ ভালো ছিল। তাদের সবার সুখ-দুঃখের পাশে থাকার চেষ্টা করেছি। সিনিয়র শিল্পীদের পরামর্শ নিয়ে কাজ করেছি। এ জন্য ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন।

পুনরায় নির্বাচিত হওয়ার বিষয়ে নাসিম বলেন, ‘যে কোনো বিজয়ই আনন্দের। দ্বিতীয়বারের মতো অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হতে পেরে সত্যি ভালো লাগছে। তবে এটাও মনে হচ্ছে, আনন্দের পাশাপাশি দায়িত্বও আরও বেড়ে গেল। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বর্তমানে আমাদের টিভি নাটকের যেসব সমস্যা রয়েছে, সেটা সমাধানে কাজ করতে হবে। সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে।’

এ ছাড়াও এ সংগঠনে নতুন নেতৃত্ব এসেছে। ক্যারিয়ারে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে অভিনেত্রী নাদিয়া আহমেদ কার্যনির্বাহী কমিটির ১ নম্বর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পেয়েছেন ৩৬৩ ভোট। নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আগের কমিটি যে কাজগুলো করেছে সেগুলোর সাফল্য-ব্যর্থতা যাচাই করে নতুন পরিকল্পনায় কাজ করতে চাই। পুরনো কমিটি যে কাজগুলো হাতে নিয়েছিল কিন্তু শেষ হয়নি সেগুলোও যেন শিল্পীদের স্বার্থে দ্রুত সমাপ্ত হয় সেই চেষ্টাও থাকবে। হেরে যাওয়া মানেই কমিটি বা সংগঠন থেকে বিচ্যুত হয়ে যাওয়া নয় এটা নিশ্চিত করতে হবে যারা জয়ী হয়েছি তাদের। প্রতিটি সদস্যের মতামতকে যেন গুরুত্ব দেওয়া হয় সেই পরিবেশ তৈরি করতে হবে।

আমার বিশ্বাস, সবাই মিলে চেষ্টা করলে সফল একটি সংগঠন হয়ে উঠবে শিল্পী সংঘ। সেই সঙ্গে শিল্পীরাও উপকৃত হবেন।’ তিনি নিজের দায়িত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘প্রতিটি পদই এখানে গুরুত্বপূর্ণ যদি সেই পদে থাকা মানুষটি পরিশ্রমী হয়, কর্মঠ হয়। তাই আমি মনে করি, আমিও শিল্পী সংঘে অনেক ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারি। অন্তত চেষ্টাটা করব আমি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads