• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আবারো বিচারকের ভূমিকায় কনা

সংগৃহীত ছবি

শোবিজ

আবারো বিচারকের ভূমিকায় কনা

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ২৬ জুন ২০১৯

আবার শুরু হচ্ছে স্যাটেলাইট চ্যানেল আরটিভি আয়োজিত রিয়েলিটি শো ‘ক্যাম্পাস স্টার’। নাচ, গান ও অভিনয়ে মেধাবীদের খুঁজে বের করাই হচ্ছে এই প্রতিযোগিতার মূল কাজ। গতবারের মতো এবারো বিচারক হিসেবে থাকছেন নন্দিত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বিষয়টি নিশ্চিত করেছেন কনা নিজেই।

কনা বলেন, ‘গত বছরও এই ক্যাম্পাস স্টার প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করেছিলাম। এবারো করতে যাচ্ছি। আশা করছি গতবারের চেয়ে এবার আরো অনেক বেশি উপভোগ্য হবে এবং আমরা আরো মেধাবী ক্যাম্পাস স্টার খুঁজে পাব।’

এদিকে ঈদের পরদিন কনার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে কনার গাওয়া কভার সং ‘সখি পিয়া’। এটি একটি অসমিয়া গান। এর আগে গানটি অনেকবার শুনেছেন বলে গানটির প্রতি তার ভীষণ ভালো লাগা জন্ম নেওয়া থেকেই তিনি নিজে গানটি গেয়েছেন। এর নতুন করে সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আবিদ হোসেন। গানটিতে বাঁশি বাজিয়েছেন পাভেল এবং ডিওপিতে ছিলেন রাশেদ মজুমদার। এরই মধ্যে গানটি শ্রোতারা বেশ পছন্দ করে নিয়েছেন।

গানটিতে শুধু বাংলাদেশের গানপ্রেমী, কনাপ্রেমী শ্রোতারাই বিশেষ বিশেষ কথা লিখছেন এমনটি নয়, ভারত থেকেও অনেকেই গানটিতে কনার গায়কির প্রশংসা করে নিজেদের অভিমত প্রকাশ করছেন। আর তাতে আবেগাপ্লুত কনা।

কনা বলেন, ‘অনেক ধরনের গানই তো আসলে করেছি। কিন্তু অসমিয়া গান কখনোই করা হয়নি আমার। এই গানটি প্রচলিত জনপ্রিয় একটি গান। গানটি আমার নিজেরই খুব ভালো লাগে। তাই নিজেই গানটি কভার সং হিসেবে গেয়েছি। শ্রোতাদের কাছ থেকে গানটির জন্য যে সাড়া পাচ্ছি তাতে মুগ্ধ আমি।’

এরই মধ্যে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে কনা ইমরানের ‘কথা দিলাম’ গানটি। গানটি লিখেছেন সুহূদ সুফিয়ান। সুর সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। মাবরুর রশীদ বান্নাহ নির্দেশিত তাহসান ও তিশা অভিনীত ‘আঙ্গুলে আঙ্গুল’ নাটকে গানটি ব্যবহূত হয়েছে। এই গানটির জন্যও বেশ সাড়া পাচ্ছেন কনা। কারণ শ্রোতা-দর্শকের কাছে কনা ইমরান জুটির এক আলাদা গ্রহণযোগ্যতা আছে। তবে নাটকের জন্য তারা দুজন এবারই প্রথম গান গাইলেন। আজ সন্ধ্যায় রাজধানীর শাহীন হলে একটি স্টেজ শোতে পারফর্ম করবেন কনা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads