• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

শোবিজ

চম্পা বণিকের ‘রঙ্গের খেলায় সুরের ভেলায়’

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ৩০ জুন ২০১৯

চম্পা বণিক শ্রোতাপ্রিয় একজন কণ্ঠশিল্পী। নিজের গায়কী দিয়েই তিনি আমাদের সংগীতাঙ্গনে একটি আলাদা অবস্থান করে নিতে পেরেছেন। নিজেকে একজন শুদ্ধ সুরের সংগীতশিল্পী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত গান শিখেই যাচ্ছেন। ছোটবেলায় গান শিখেছেন মঞ্জু সরকারের কাছে। এরপর একে একে তিনি অবনী মোহন দে, পুলক বন্দ্যোপাধ্যায়, শান্তি শর্মা, অনুপ বড়ুয়া, ওস্তাদ মাসকুর আলী খাঁর কাছে গানে তালিম নিয়েছেন। বর্তমানে তালিম নিচ্ছেন পণ্ডিত তুষার দত্তসহ ছায়ানটে খায়রুল আনাম শাকিল ও শাহীন সামাদের কাছে।

গানে তার নিজের জ্ঞানকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে ‘দুরন্ত’ টিভির জনপ্রিয় গান শেখার অনুষ্ঠান ‘রঙ্গের খেলায় সুরের ভেলায়’ অনুষ্ঠানে ছোট ছোট শিশুকে এখন নিয়মিত গান শেখাচ্ছেন। আর এরই মধ্যে যেন এক অন্যরকম তৃপ্তি খুঁজে পাচ্ছেন চম্পা বণিক। গেল ২২ মে চম্পা বণিকের বাবা মনি লাল বণিক মারা যান।

চম্পা বণিক বলেন, ‘আমার বাবা ছোট ছোট বাচ্চাকে খুউব পছন্দ করতেন। তাদের সঙ্গে খেলা করতেন, সময় কাটাতে ভালোবাসতেন। বাবার সেই স্বভাবটি আমার মধ্যে আছে। আর তাই রঙ্গের খেলায় সুরের ভেলায় অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চাকে যখন গান শেখাই, তখন বাবার কথা ভীষণ মনে পড়ে, চোখে জল চলে আসে। দুরন্ত টিভি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ আমাকে এমন একটি অনুষ্ঠানে ছোট ছোট শিশুকে গান শেখানোর সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য। এমন একটি অনুষ্ঠানে গান শেখাতে পেরে আমি সত্যিই গর্ববোধ করি।’

তিনি আরো জানান, এর আগে তিনি একই অনুষ্ঠানে শিশুদের নজরুল সংগীত শেখাতেন আর এখন তিনি দেশাত্মবোধক গান শেখাচ্ছেন। চম্পা বণিকের একমাত্র গানের অ্যালবাম ‘স্বপ্নের আঙ্গিনায়’। এদিকে এরই মধ্যে লেজার ভিশনের ইউটিউব চ্যানেল এবং চম্পার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘চম্পা বণিক’-এ তার দুটো গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। গান দুটির একটি হচ্ছে রবীন্দ্রসংগীত ‘মায়াবন বিহারিণী’ এবং অন্যটি হচ্ছে রবিউল ইসলাম জীবনের লেখা এবং আরিফিন রুমীর সুর সংগীতে ‘মন শুধু তোমাকে চায়’। ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ প্রতিযোগিতায় শীর্ষ ১০-এ এসে নিজেকে সরিয়ে নেন চম্পা। পরে ২০১০ সালে ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অধিকার করেন তিনি। আগামী ১৪ জুলাই থেকে দুরন্ত টিভিতে ‘রঙ্গের খেলায় সুরের ভেলায়’-এর নতুন সিজন শুরু হবে বলে জানান চম্পা বণিক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads