• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ধারাবাহিকে ব্যস্ত রুনা খান

সংগৃহীত ছবি

শোবিজ

ধারাবাহিকে ব্যস্ত রুনা খান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জুন ২০১৯

রুনা খান। অভিনেত্রী ও মডেল। সম্প্রতি অভিনয় করেছেন নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ। নাটকটিতে তার অভিনয় প্রশংসিত হয়। নাটকের পাশাপাশি রুনা খান ব্যস্ত আছেন একাধিক ধারাবাহিক নিয়ে।

এরই মধ্যে ‘দ্য গুড দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’ ও ‘জোছনাময়ী’ নামের দুটি ধারাবাহিক নাটকে কাজ করছেন রুনা খান। পাশাপাশি ব্যস্ত আছেন চলতি ধারাবাহিক ও কিছু খণ্ড নাটকের কাজ নিয়ে।

এছাড়া সামনে ঈদ হওয়ায় আগামী মাস আরো ব্যস্ততায় কাটবে বলে জানান রুনা খান। তিনি বলেন, ‘ঈদের আগে অনেকেরই ব্যস্ততা বেড়ে যায়। কারণ এই উৎসবকে ঘিরে অসংখ্য নাটক ও টেলিছবি নির্মিত হয়। ঈদের কিছু নাটকের কাজ শুরু করেছি। আগামী মাস থেকে আরো পুরোদমে শুরু করব। আর চলতি ধারাবাহিক নাটকের কাজ তো আছেই।’

রুনার ভাষ্য, ‘আমি গতানুগতিক নায়িকার চরিত্রের মধ্যে নিজেকে রাখতে চাই না। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করার ক্ষুধা আমার আছে। সেই দিক থেকে আমি সব সময় চরিত্রটিকে প্রাধান্য দিয়ে আসছি। চরিত্রের প্রয়োজনে যে কারো সঙ্গে আমি জুটি বাঁধতে চাই। এক কথায় বলব, তথাকথিত নায়িকা নয়, আমি গল্পের নায়িকা হতে চাই।’

তিনি আরো বলেন, ‘ঈদের নাটক, টেলিছবির কাহিনী ভালো লেগেছে বলেই অভিনয় করেছি। এবারের নাটক, টেলিছবি দর্শকের নিরাশ করবে বলে আমার মনে হয় না। কারণ প্রতিটি নির্মাতা অভিজ্ঞ, যাদের অনেক কাজই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। সে হিসেবে ঈদের নাটক, টেলিছবিগুলো দর্শকের ভালো লাগবে বলে আশা করছি। ’

ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে বড় পর্দাতেও অভিনয় করছেন রুনা। তৌকীর আহমেদের ‘হালদা’, সাজেদুল আউয়ালের ‘ছিটকিনি’ ও বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ শীর্ষক তিনটি চলচ্চিত্রে রুনাকে দেখা গেছে। তিনটি ছবিতেই অনবদ্য অভিনয়ের জন্য দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। নতুন ছবি ‘সাপলুডু’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। পর্দায় রুনা খানের উপস্থিতি কম থাকলেও চরিত্রটির বেশ গুরুত্ব রয়েছে। এ কারণে দর্শকের কাছেও ছবিটি ভালো লাগবে বলে মনে করেন।

সংসার ধর্ম আর অভিনয় দুটোই পুরোদমে চালিয়ে যাচ্ছেন রুনা খান। এ বিষয়ে তিনি বলেন, ‘পৃথিবীর সব মেয়েই বাবা-মার বাড়িতে আদর যত্নে থাকে। কিন্তু আমি হচ্ছি সেই সৌভাগ্যবতী, যে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এসে আরো বেশি আদর-ভালোবাসা পাচ্ছি। তো আমার যে কোনো প্রাপ্তিতে সবচেয়ে বেশি আনন্দিত হন আমার মা এবং আমার স্বামী। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের প্রতি যে, আমার কাজের প্রতি তাদের এত ভালোবাসা। এমন সুন্দর সংসার পেয়ে সত্যিই আমি ভাগ্যবতী।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads