• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
অর্চনা ও নাবিলারূপে মৌটুসী বিশ্বাস

ছবি : সংগৃহীত

শোবিজ

অর্চনা ও নাবিলারূপে মৌটুসী বিশ্বাস

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ জুলাই ২০১৯

টিভি পর্দার প্রিয়মুখ মৌটুসী বিশ্বাস। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। আমাদের নাট্যাঙ্গনে অভিনয়কে মনেপ্রাণে যারা লালন করেন এবং ধ্যানে-জ্ঞানে অভিনয় নিয়েই ভাবনায় মগ্ন থাকেন তাদের মধ্যে অন্যতম মৌটুসী বিশ্বাস। তারই ভাষ্যমতে, অভিনয়ই তার নেশা এবং পেশা। তবে কোনো নাটক, টেলিফিল্মের গল্প এবং চরিত্র পছন্দ না হলে মৌটুসী অভিনয় করেন না। তার অভিনীত নাটক, টেলিফিল্ম কিংবা ধারাবাহিকগুলোর দিকে দৃষ্টি রাখলে তার এ কথার প্রমাণও মেলে। চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে অভিনয় করতে পছন্দ করেন তিনি। অভিনয়ের প্রতি ভালোবাসা, নিষ্ঠা আর সততাই মৌটুসীকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে।

সম্প্রতি নতুন দুটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন তিনি। একটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নিয়াজ মাহবুব পরিচালিত ‘জলকুমারী’ এবং অন্যটি এনটিভিতে প্রচারের জন্য এজাজ মুন্না পরিচালিত ‘শহর আলী’। জলকুমারী চরিত্রে মৌটুসী অভিনয় করছেন অর্চনা চরিত্রে এবং শহর আলী’-তে তিনি অভিনয় করছেন নাবিলা চরিত্রে।

দুই নাটকে দুটি ভিন্ন চরিত্রে অভিনয় প্রসঙ্গে মৌটুসী বলেন, ‘জলকুমারী নাটকে একটি বার্তা আছে, আছে সুন্দর একটি গল্প। এ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। আবার শহর আলী নাটকেও একটি গল্প আছে। তবে এ নাটকটি কমেডি ঘরানার একটি নাটক। এমন কিছু চরিত্র এ নাটকে আছে যেসব চরিত্র আমরা প্রতিদিন হয়তো দেখি না, কিন্তু এসব চরিত্র আমাদের সমাজে বিদ্যমান আছে। দুটি নাটকেই আমি আমার সর্বাত্মক চেষ্টা দিয়ে দুটি চরিত্র অর্চনা এবং নাবিলা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দুটি ধারাবাহিক নাটক নিয়েই আমি ভীষণ আশাবাদী।’

এদিকে নাগরিক টিভিতে প্রতি শনিবার রাত ৮টায় মৌটুসীর উপস্থাপনায় প্রচার হচ্ছে ‘রান্নার এক্সপার্ট’ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে বেশ সাবলীলভাবে উপস্থাপনা করছেন মৌটুসী। মৌটুসী আরো জানান, শিগগিরই নতুন ওয়েব সিরিজ এবং একটি ঐতিহাসিক পটভূমির গল্প নিয়ে নির্মাণাধীন ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। মৌটুসী অভিনীত সর্বশেষ দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে আলভী আহমেদের ‘দি জেনারেসন’, আশিক মাহমুদ রনির ‘পাগলা হাওয়া’ ও মাসুদ সেজানের ‘খেলোয়াড়’। তবে এরই মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তাসনিয়া আফরিন মৌ অভিনীত ‘নায়িকার এক রাত’-এ মৌটুসীর একক অভিনয় দর্শক মহলে বেশ সাড়া ফেলে। এ ছাড়াও তার অভিনীত চৈতালী ও সাইফুল আকবর পরিচালিত ‘সি ইউ মা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিও বেশ প্রশংসিত হয়। শিগগিরই শেষ হবে মুনতাসির রাকিবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাদের আইসক্রিম’র কাজ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads