• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
বিনোদন প্রতিবেদক

ছবি : সংগৃহীত

শোবিজ

বিনোদন প্রতিবেদক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ জুলাই ২০১৯

সব দোকানেই বাকি খায় সে। রিকশাভাড়া বাকি রাখে। এমনকি বিয়ের দেনমোহরও বাকি রেখেছে। প্রয়োজনে এমন একটা পরিস্থিতি তৈরি করে, তাকে বাকি না দিয়ে আর কোনো উপায় থাকে না। এমন একটি গল্প নিয়েই এবার নির্মিত হয়েছে নাটক ‘সেই রকম বাকিখোর’। নাটকটিতে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

এর আগে তার অভিনীত ‘সেই রকম চাখোর’, ‘সেই রকম ঝালখোর’, ‘সেই রকম পানখোর’, ‘সেই রকম ঘুষখোর’, ‘সেই রকম কাচ্ছিখোর’ দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই নাটকগুলোতেও নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। সেই দর্শকপ্রিয়তার কথা মাথায় রেখে এবার নির্মিত হয়েছে সিক্যুয়াল নাটক ‘সেই রকম বাকিখোর’।

আগের নাটকগুলোর মতো এবারো নাটকটি রচনা করেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা করেছেন মারুফ মিঠু। এ নাটকে মোশাররফ করিমের চরিত্রের নাম ইসহাক।

নির্মাতা মারুফ মিঠু জানান, নাটকটির গল্পটাই এমন যে, দর্শক যখন দেখবেন তখন বেশ আনন্দ পাবেন। ঈদুল আজহায় একটি চ্যানেলে প্রচার হবে ‘সেই রকম বাকিখোর’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads