• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

শোবিজ

একসঙ্গে তারা তিনজন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৯

গত ২১ জুন ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচনে সর্বোচ্চ ৪২২ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সেক্রেটারি নির্বাচিত হয়েছেন গুণী অভিনেতা আহসান হাবিব নাসিম। নির্বাচনে জয়লাভের পর আবারো নাসিম তার পেশাগত কাজ অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। এরই মধ্যে গত ৬ জুলাই তিনি শেষ করেছেন মুসাফির রনির নির্দেশনায় ঈদ বিশেষ নাটক ‘শর্ট টাইম লাভার’ নাটকের কাজ। এটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল। এই নাটকে তিনি এই সময়ের আলোচিত অভিনেত্রী আফ্রি সেলিনার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। নাটকটিকে আফ্রি সেলিনার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার এই সময়ের প্রিয় মুখ ইরফান সাজ্জাদ।

পেশাগতভাবে আহসান হাবিব নাসিম ও ইরফান সাজ্জাদ প্রতিষ্ঠিত অভিনয়শিল্পী। আফ্রি সেলিনা পেশাগতভাবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টায় লিপ্ত। যে কারণে ভালো ভালো গল্পের ভালো ভালো চরিত্রে কাজ করার জন্য মুখিয়ে থাকেন তিনি। ‘শর্ট টাইম লাভার’ আফ্রি’র জন্য ঠিক তেমনি ভালো একটি কাজ। আবার ইরফন সাজ্জাদ ও আফ্রি অলক হাসানের নির্দেশনায় তাসদিক শাহরিয়ারের রচনায় ‘মিসটেক’ নাটকের কাজ শুরু করেছেন গতকাল রোববার থেকে। রাজধানীর উত্তরার ক্ষণিকালয়ে তারা দুজন এই নাটকের কাজ করছেন। আজ শেষ হবে নাটকটি। চার বছর আগে সাজ্জাদ ও আফ্রি সেলিনা একটি নাটকের কাজ করেছিলেন। বিরতির পর টানা দুটি নাটকের কাজ তারা করলেন। একটি ‘শর্ট টাইম লাভার’ অন্যটি ‘মিসটেক।

আফ্রি সেলিনা বলেন, ‘নাসিম ভাই আমার অনেক ভালোলাগার এবং শ্রদ্ধার একজন মানুষ। তিনি একজন গুণী অভিনেতাও বটে। শর্ট টাইম লাভার নাটকে তিনি আমার বড় ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে এটাই আমার প্রথম কাজ ছিল। এতটা বিনয়ী এবং সহযোগিতাপরায়ণ তিনি যে তাতে মুগ্ধ না হয়ে উপায় নেই। সাজ্জাদের সঙ্গে এর আগে একটি কাজ করলেও তার সঙ্গে কাজের বোঝাপড়াটা আমার দারুণ। যে কারণে দুটি কাজই করতে ভালো লেগেছে।’

আহসান হাবিব নাসিম বলেন, ‘শর্ট টাইম লাভার নাটকটির গল্পটা একটু অন্যরকম। যে কারণে কাজটি বেশ উপভোগ করেছি। ইরফান, আফ্রি দুজনই ভালো করেছে।’ ‘শর্ট টাইম লাভার’ নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তানিয়া আহমেদ।

আফ্রির সঙ্গে দুটি নাটকে অভিনয় প্রসঙ্গে সাজ্জাদ বলেন, ‘শর্ট টাইম লাভার কাজটি খুব ভালো হয়েছে। আফ্রি অভিনয়ে এখন বেশ ভালো করছে। কাজের প্রতি তার একাগ্রতা, চেষ্টার ধারাবাহিকতা থাকলে আগামীতে সে আরো ভালো করবে।’ দুটি নাটকই আগামী ঈদে দুটি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads