• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

শোবিজ

প্রকাশ হলো লুইপার ‘তোমার প্রতি’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ জুলাই ২০১৯

একজন সংগীত পরিচালক হিসেবে মুহিন খান এ সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। শ্রুতিমধুর গান দিয়ে সংগীতাঙ্গনকে আরো সমৃদ্ধ করাই তার লক্ষ্য। আর তাই এখন সংগীত পরিচালনা নিয়েই তার ভাবনা যেন একটু বেশিই। প্রথমবারের মতো মুহিন খানের সুর ও সংগীতে এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা ‘তোমার প্রতি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন। গানটি  লিখেছেন জামাল হোসেন।

এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে গতকাল সন্ধ্যায় রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

গানটিতে লুইপার কণ্ঠ দেওয়া প্রসঙ্গে মুহিন খান বলেন, ‘আমার সংগীত পরিচালনায় করা আমার অন্যতম একটি গান এটি। গানটির কবিতা যখন হাতে পাই তখনই আমার মাথায় লুইপার নামটিই আসে। লুইপা ভয়েস দেবার পর আমি নিজেই মুগ্ধ হয়ে যাই। এত অসাধারণ গেয়েছে, আমি বিশ্বাস করি শ্রোতারা এই গানে নতুন এক লুইপাকে খুঁজে পাবেন। কারণ এটা সত্যি সব শিল্পীর ভাগ্যে সবসময় সুন্দর কথার, চমৎকার সুরের গান হয় না। লুইপা সত্যিই ভাগ্যবান যে এত অসাধারণ একটি গান তার গানময় জীবনে সম্পৃক্ত হলো।’

জিনিয়া জাফরিন লুইপা বলেন, ‘তোমার প্রতি’ গানটি আমার নিজেরও অনেক পছন্দের, প্রিয় একটি গান। জামাল হোসেন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এত অসাধারণ একটি গীতি কবিতা আমাদের উপহার দেওয়ার জন্য। আমার মনে হয় এই গানটির মধ্যে অনেক শ্রোতা-দর্শক তাদের নিজেকে খুঁজে পাবেন। ধন্যবাদ মুহিন ভাইকে এত অসাধারণ একটি সুর করার জন্য। একজন শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি অনেক আবেগ দিয়ে, আন্তরিকতা দিয়ে গানটি গাইবার চেষ্টা করেছি। শ্রোতা-দর্শকের ভালো লাগলেই শিল্পী হিসেবে আমি ধন্য হব।’

এদিকে শিবলী সাদিক পরিচালিত, সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘আনন্দ অশ্রু’ চলচ্চিত্রে কনক চাঁপার গাওয়া ‘তুমি মোর জীবনের ভাবনা’ গানটি নতুন করে গেয়েছেন লুইপা। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। শিগগিরই এটি অনুপম রেকর্ডিং মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads