• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

শোবিজ

ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন অণিমা রায়

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ১৩ জুলাই ২০১৯

নন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী অণিমা রায় চলতি বছরেই ডক্টরেট ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন। তিন বছরেরও বেশি সময় ধরে তিনি ‘পঞ্চ গীতিকবির গানে স্বদেশ চেতনা’ বিষয়ে গবেষণা করছেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ভাইস চ্যান্সেলর বিশ্বজিৎ ঘোষ ও লীনা তাপসী খানের তত্ত্বাবধানে তিনি পিএইচডি করছেন। অণিমা রায় আশা করছেন চলতি বছরের শেষে তিনি ‘পঞ্চ গীতিকবির গানে স্বদেশ চেতনা’ বিষয়ে তার ভাবনা উপস্থাপন করতে পারবেন। যদি সময়মতো ও যথাযথভাবে তিনি গবেষণাপত্র উপস্থাপন করতে পারেন, তাহলে এ বছরের শেষেই অণিমা রায় ডক্টরেট ডিগ্রি অর্জন করবেন। বিষয়টি নিয়ে অণিমা রায় নিজেও পুলকিত, আনন্দিত।

তবে তিন বছরের বেশি সময় ধরে তার দিন যাচ্ছে  চ্যালেঞ্জের মধ্য দিয়ে। কারণ গবেষণাকাজ নিয়ে এত বেশি ব্যস্ত যে, পেশাগত অনেক কাজ থেকে তাকে বিরত থাকতে হচ্ছে তাকে। এরই মধ্যে অবশ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে তিন বছর দায়িত্ব পালন শেষে গত ৯ জুলাই সেই দায়িত্ব থেকে অব্যাহতি পান তিনি। বিভাগের একজন সহকারী অধ্যাপক হিসেবে এখন তার ব্যস্ততা। কিন্তু তার পরও অণিমা জানান গবেষণার জন্য তিনি বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নেবেন।

অণিমা রায় বলেন, ‘গবেষণা অনেক কঠিন একটি কাজ। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গানের এতই ব্যাপ্তি, তাদের কোনটা ছেড়ে কোনটা নিয়ে গবেষণা করব, সেটাই অনেক ক্ষেত্রে ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আমি আমার গবেষণায় অনেক শ্রম দিয়ে, অনেক কষ্ট করে একটি যথাযথ ভাবনাই উপস্থাপন করার চেষ্টা করছি। আমার দুজন গাইড বিশ্বজিৎ স্যার এবং লীনা তাপসী ম্যাডাম আন্তরিকভাবে সহযোগিতা করছেন। এখন যেহেতু গবেষণা শেষ পর্যায়ে, তাই ভাবছি শেষের কাজটা একটু বেশি আন্তরিকতা নিয়ে, মন দিয়ে করব। তাই কটা দিন টানা ছুটিতে যাব। সবার কাছে দোয়া চাই, যেন ভালোভাবে গবেষণা শেষ করতে পারি।’

এদিকে এরই মধ্যে ছোট্ট একটি দুর্ঘটনার মুখোমুখি হন অণিমা রায় ও তার ছেলে অমিয় বিশ্রামে আছেন বাসায়। আর এই বিশ্রামের মধ্যেই তার জন্মদিন উদযাপিত হলো। তার স্বামী সাংবাদিক তানভীর তারেকের উদ্যোগেই সাধারণত জন্মদিন বিশেষভাবে উদযাপিত হয়ে থাকে। গেল বছরের জন্মদিনটি ছিল তার স্বামীর উদ্যোগে জীবনের অন্যতম শ্রেষ্ঠ এক জন্মদিন। জন্মদিন এলে অণিমা খুব মিস করেন তার বাবা কমল রায়, মা মিষ্ট রায়, বড় বোন রুমা রায়, ছোট বোন শ্যামল রায়কে। কলকাতার ‘রিইউনিয়ন’ সিনেমায় জয় সরকারের নতুন সংগীতায়োজনে অণিমার গাওয়া ‘হূদয়ের একুল ওকুল’ গানটি কলকাতায় বেশ সাড়া ফেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads