• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
এ কোন মেহজাবিন!

ছবি : সংগৃহীত

শোবিজ

এ কোন মেহজাবিন!

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ জুলাই ২০১৯

পর্দার অভিনেত্রী মেহজাবিন অধিকাংশ ক্ষেত্রেই একই রকম। হয়ত কারো প্রেমিকা বা স্ত্রী। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণিতেই তার চরিত্র ঘোরাফেরা করে অধিকাংশ নাটকে। আর এতে তিনি সফল। তার অভিনীত নাটক প্রচণ্ড জনপ্রিয় দর্শক মহলে।

গ্ল্যামারাস মেহজাবিন চরিত্রের প্রয়োজনে অভিনয় করেন গ্ল্যামারবিহীন চরিত্রে। গল্পের জন্য আরো অনেক চ্যালেঞ্জ নিতেই তিনি প্রস্তুত। যেমন তিনি চ্যালেঞ্জ নিয়েছেন ‘মায়া সবার মতো না’ নাটকে। এই নাটকে তিনি স্থুলকায় এক নারীর চরিত্রে অভিনয় করেছেন এবং এখানে তিনি নিম্নবিত্ত শ্রেণির।

মূলত স্থুলকায় এক নারীর সংগ্রাম নিয়েই নাটকটির কাহিনি, সংলাপ ও পরিচালনা করেছেন সাগর জাহান। তিনি বলেন, স্থুলকায় এক নারীকে সমাজ কীভাবে দেখে, জীবনের বিভিন্ন ক্ষেত্রে তার সংগ্রাম কেমন, এই বিষয়গুলোই দেখানো হয়েছে নাটকে। এই চরিত্রটির পাশাপাশি একজন স্মার্ট ছেলের চরিত্রও আছে। কিন্তু গল্পটি প্রেমের না।

স্মার্ট সেই ছেলেটির চরিত্রে অভিনয় করেছেন তাহসান। এই ছেলেটির অফিসেই চাকরির জন্য পরীক্ষা দিতে যান মেহজাবিন। একটি প্রতিযোগিতামূলক সমাজে একজন বিত্তশালী ও স্মার্ট ছেলের দৃষ্টিকোণ থেকে এক স্থুলকায় নারীকে দেখা যাবে ‘মায়া সবার মতো না’ নাটকে।

নাটকটির দৃশ্যধারণ শেষ। ঈদের নাটক হিসেবে এটি প্রচার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে।

এভাবেই ছোট পর্দায় নতুন নতুন রূপ ও চরিত্র নিয়ে নিয়মিত হাজির হচ্ছেন মেহজাবিন। কিছুদিন আগে এই অভিনেত্রী প্রথমবারের জীর্ণরূপে অভিনয় করেন নাটক ‘পতঙ্গ’তে। এই নাটকের একটি ছবিতে দেখা যায়, ময়লা পানির ধারে পাগলীর বেশে বসে আছেন মেহজাবিন। পুরো ছবিতে ফুটে উঠেছে অসহায়ত্বের ছাপ। ছবিতে লাইক পড়েছে ১৯ হাজার। ১৬২ জন শেয়ার করেছেন ছবিটি। সবাই বিস্মিত ছবিটি দেখে। মন্তব্যের ঘরও বেশ ভারী।

গেল ঈদেও ‘বড় ছেলে’ খ্যাত অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর বেশ কিছু নাটক আলোচিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো, ভাইয়া, ২২ শে এপ্রিল, শেষটা সুন্দর, মুঠোফোন, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা, টম অ্যান্ড জেরি ২, আনোয়ার দ্য প্রোডাকশন বয়, এই শহরে ভালোবাসা নেই ও আগুন ইত্যাদি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads