• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আবারো লেডি কিলার তিশা

সংগৃহীত ছবি

শোবিজ

আবারো লেডি কিলার তিশা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ জুলাই ২০১৯

গত রোজার ঈদে অন্যতম আলোচিত নাটক হিসেবে উঠে এসেছিল নুসরাত ইমরোজ তিশার ‘লেডি কিলার’। যেখানে তিশার চরিত্র ও অভিনয় মুগ্ধ করেছিল দর্শক-সমালোচকদের।

এবার এই জুটি আসছে নাটকটির সিক্যুয়েল নিয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। ইতোমধ্যে হয়েছে এর দৃশ্য ধারণও। নতুন নাটকটির নাম রাখা হয়েছে ‘লেডি কিলার ২’।

বান্নাহ বলেন, ‘লেডি কিলার’ নিয়ে বেশ ভালো প্রতিক্রিয়া পেয়েছিলাম। এবার আসছে ‘লেডি কিলার ২’। গত ১৩ ও ১৪ জুলাই নাটকটির দৃশ্য ধারণ হয়েছে।

গল্প প্রসঙ্গে এই নির্মাতা জানান, ‘লেডি কিলার’ যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকে ‘লেডি কিলার ২’-এর গল্প শুরু হবে। এবারের গল্পে সমাজের বেশ কিছু দুর্নীতির বিরুদ্ধে তিশাকে লড়তে দেখা যাবে।

এতে আরো অভিনয় করেছেন জেরিন খান রত্না, সিয়াম নাসির, ইভান সাইর, শামীম, বাচ্চু প্রমুখ। কোরবানির ঈদে নাটকটি প্রচার হবে বাংলাভিশনে।

এদিকে বিবাহিত জীবনের ৯ বছর পার করলেন ফারুকী ও তিশা জুটি। ২০১০ সালের ১৬ জুলাই ফারুকী ও তিশা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তারকা দম্পতি হলেও সাধারণ বাঙালি পরিবারের মতো বেশ সুখেই জীবন অতিবাহিত করছেন তারা।

বিয়ের আগে পাঁচ বছর প্রেম করেছেন ফারুকী-তিশা। ২০০৫ সালের ৩১ অক্টোবর এক শুটিংয়ে তিশাকে ভালো লাগার কথা বললে তিশাও তার ভালোবাসার কথা ফারুকীকে জানান। এর পাঁচ বছর পর ২০১০ সালের ১৬ জুলাই ফারুকী ও তিশা বিবাহবন্ধনে আবদ্ধ হন, যদিও তাদের প্রেমের পর্ব শুরু হয় অনেক দিন আগে থেকেই।

ফারুকী বলেন, ‘আমাদের দেখা হয়েছিল শুটিং সেটে। আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, সেটাও শুটিং সেটে। একসঙ্গে দারুণভাবে নয়টি বছর কেটে গেছে, ছোটখাটো বিষয় ও সৃজনশীল কাজ মিলিয়ে।’

ফারুকী আরো বলেন, ‘আমি জানি আমাদের বিষয়টি অনন্য কিছু নয়, সারা বিশ্বের অনেক মহান চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী এমন জোড় বেঁধেছেন। কিন্তু পেছনে ফিরে দেখতে খুব ভালো লাগে এবং দেখি যখন একসঙ্গে কাজ করি তখন আমরা কীভাবে একে অপরের পরিপূরক ও অনুপ্রেরণা। আমি অনুভব করি জাদুকরী কিছু ঘটছে, কিছুটা বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতো।

সম্ভবত কাজের মাধ্যমে আমাদের রোমান্স জমাট বাঁধে এবং রোমান্সের মাধ্যমে কাজ জমে ওঠে। যা দেখা যায় ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘নো বেড অব রোজেস’-এ। আশা করি ‘স্যাটারডে আফাটার নুন’-এও পৃথিবী এই সুঘ্রাণ পাবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads