• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

শোবিজ

‘ফাগুন হাওয়ায়’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ জুলাই ২০১৯

প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলতি বছরের বহুল আলোচিত ছবি ‘ফাগুন হাওয়ায়’। আসছে ঈদুল আজহায় ভাষা আন্দোলনের ওপর নির্মিত তৌকীর আহমেদের এই ছবিটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইয়ের পর্দায়।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, আসছে ঈদুল আজহায় ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে তারকাবহুল ছবি ‘ফাগুন হাওয়ায়’।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ৫২টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় ‘ফাগুন হাওয়ায়’। মুক্তির পর ছবিটি সব শ্রেণির মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন বলিউডের প্রখ্যাত অভিনেতা যশপাল শর্মা।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ইমরোজ তিশা। এ ছাড়াও ছবিতে দেখা গেছে শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ ও নুসরাত জেরীসহ অনেককে।

সম্প্রতি নবম সার্ক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ও তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’। ছবিটি দুটি শাখায় সেরার পুরস্কার অর্জন করে।

সার্ক চলচ্চিত্র উৎসবে ‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্রে কাজের জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন এনামুল হক সোহেল ও শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনার পুরস্কার পেয়েছেন রিপন নাথ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads