• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
‘উট কুমার’ ও নাদিয়া

ছবি : সংগৃহীত

শোবিজ

‘উট কুমার’ ও নাদিয়া

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ জুলাই ২০১৯

দীর্ঘদিন পর আরব থেকে দেশে ফিরেছেন আ খ ম হাসান। দেশে ফেরার পর সবার সঙ্গে নিজের সম্পর্কে সবকিছু বাড়িয়ে বলতে থাকেন তিনি। আর বাড়িয়ে কথা বলাতে তার বিয়ের আসরেই ঘটে বিপত্তি। কেউ একজন ফেসবুকে হাসানের আসল পরিচয় ফাঁস করে দেন। এরপর সবাই জানতে পারেন, তিনি এত দিন নিজের সম্পর্কে প্রচুর মিথ্যা কথা বলেছেন। ফলে তার আসল চেহারা প্রকাশ পায়। এমনই এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘উট কুমার’।

এ নাটকে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। এতে আরো অভিনয় করেছেন আ খ ম হাসান, শওকাত, নাদিয়া আহমেদ, ফারুক আহমেদ, সূচনা আজাদ, জামিল ও রাজা মাহবুব। নাটকটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। আন-কমন টিভির ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন সাখাওয়াত হোসেন শওকত। ঈদ উপলক্ষে ‘উট কুমার’ একটি বেসরকারি টেলিভিশনে প্রচার করা হবে।

নিয়মিত নাচের অনুষ্ঠান আর একক ও ধারাবাহিক নাটকের অভিনয় নিয়েই এখনকার ব্যস্ততা। এর মধ্যে এ টি এফ জামান তাপসের পরিচালনায় একক নাটকে অভিনয় করেছেন। তার আগে গোলাম হাবিব লিটুর পরিচালনায় ‘একাই মন-এর খেয়াল’ নামের একটি নাটকের কাজ শেষ করেছেন নাদিয়া। এছাড়াও মান্নান হীরা, ফরিদুল হাসান ও আবু হায়াত মাহমুদের পরিচালনায় ঈদের বেশ কয়েকটি নাটকে অভিনয় করার কথা আছে।

নাদিয়া আহমেদ যেমন নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন, পাশাপাশি নিজের কর্মক্ষেত্রেও তিনি সবার মন জয় করেছেন তার আন্তরিক ব্যবহার দিয়ে। তারই ফলে তিনি গত ২১ জুন অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে কার্যনির্বাহী সদস্যপদে সর্বোচ্চ ভোট পেয়েছেন। আর এতেই প্রমাণিত হয়, সবার কাছে নাদিয়া আহমেদ কতটা ভালোবাসার, আদরের।

গুণী এই অভিনেত্রী এরই মধ্যে দুটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করছেন। ছোটবেলায় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় নাদিয়া আহমেদ একবার মণিপুরী নৃত্যে প্রথম হয়েছিলেন, আরেকবার সাধারণ নৃত্যে দ্বিতীয় হয়েছিলেন। যেই প্ল্যাটফরম তাকে আজকের নাদিয়া আহমেদে পরিণত করেছে সেই প্ল্যাটফরমেরই বিচারক হিসেবে কাজ করেছেন নাদিয়া আহমেদ।

সম্প্রতি শেষ হওয়া জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বিচারক হিসেবে গুরুদায়িত্ব পালন করেছেন তিনি। আবার এরই মধ্যে আরটিভির আয়োজনে শুরু হওয়া ‘ক্যাম্পাস স্টার’রও বিচারক হিসেবে কাজ শুরু করেছেন। এতে বিচারক হিসেবে তার সঙ্গে আরো আছেন সজল ও কণা।

দুটি অনুষ্ঠানের বিচারক হওয়া প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘আমি যে প্ল্যাটফরম থেকে উঠে এসেছি সেই প্ল্যাটফরমেরই বিচারক হিসেবে কাজ করতে পেরে অনেক আনন্দিত, গর্বিত। আমি জানি কতটা কষ্ট করে আমাকে সেই প্ল্যাটফরমের মাধ্যমে আজকের এই পর্যায়ে উঠে আসতে হয়েছে। বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমার একটি কথাই বারবার মনে হয়েছে, আর তা হলো বিচারক হিসেবে দায়িত্ব পালন করা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের একটু ভুল বিচারের কারণে সত্যিকার অর্থে মেধাবী কেউ বাদ পড়ে যেতে পারে। তাই বিচারকার্য খুব কঠিন দায়িত্ব। আমি আমার কাজে সবসময়ই শতভাগ সৎ থেকে দায়িত্ব পালন করার চেষ্টা করি। আমি আমার বাবা-মায়ের আদর্শেই নিজেকে গড়ে তুলেছি। একজন আদর্শ শিল্পী হিসেবে, মানুষ হিসেবে গড়ে তুলেছি। যার ফলও আমি গত নির্বাচনে পেয়েছি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads