• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সাব্বিরের সুর সংগীতে রাশেদ-স্মরণ

সংগৃহীত ছবি

শোবিজ

সাব্বিরের সুর সংগীতে রাশেদ-স্মরণ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জুলাই ২০১৯

ক্লোজআপ তারকা রাশেদ ও এ সময়ের মিষ্টি কণ্ঠের গায়িকা স্মরণের জন্য ‘বাহানা’ নামের একটি গানের সুর সংগীত করেছেন সাব্বির জামান। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানান সাব্বির জামান। গানটি লিখেছেন জীবক বড়ুয়া।

রাশেদ ও স্মরণের গায়কী প্রসঙ্গে সাব্বির বলেন, ‘মূলত গানটি রাশেদের কথা ভাবনায় রেখেই করেছিলাম আমি। রাশেদ যে ধরনের মেলোডি ঘরানার একজন সংগীতশিল্পী সেই ঘরানা মাথায় রেখেই সুর সৃষ্টি করেছিলাম। পরবর্তী সময়ে আমার সেই ভাবনায় স্মরণও সম্পৃক্ত হলো। রাশেদ খুব চমৎকার গেয়েছে। সংগীত পরিচালক হিসেবে আমি রাশেদের গায়কীকে মুগ্ধ। আর স্মরণ তো এককথায় একজন অসাধারণ সংগীতশিল্পী। এই বয়সেই স্মরণ যে অসাধারণ গাইছে তা নিয়মিত চর্চায় রেখে, সাধনায় থেকে গেয়ে যেতে পারলে একজন সত্যিকারের শ্রুতি মধুর শিল্পী হিসেবে বহু দূর যেতে পারবে। রাশেদ এবং স্মরণের কণ্ঠে বাহানা গানটি সবাইকে মুগ্ধ করবে বলে আমি আস্থা রাখি।’

রাশেদ বলেন, ‘বাহানা সত্যিই খুব সুন্দর একটি গান। সাব্বির খুব ভালো সুর করেছে। কিছু গান নিয়ে শিল্পীদের মনের ভেতর থেকেই আশা তৈরি হয়। সাব্বিরের সুরে সৃষ্ট বাহানা ঠিক তেমনি একটি গান। স্মরণ আর আমি এবারই প্রথম মৌলিক কোনো গান গাইলাম। ইচ্ছে আছে আমি ও স্মরণ একসঙ্গে জুটি হয়ে ভালো ভালো কিছু গান করার। কারণ ভালো গানের বিকল্প নেই একজন সংগীতশিল্পী হিসেবে শ্রোতা দর্শকের মধ্যে বেঁচে থাকার।’

একই প্রসঙ্গে স্মরণ বলেন, ‘আমি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই সাব্বির জামান ভাইয়াকে, কারণ তিনি এত সুন্দর, এত মেলোডিয়াস একটি গানের সঙ্গে আমাকে সম্পৃক্ত রেখেছেন। একটি সুন্দর সুরের গান একজন শিল্পীর জন্য আশীর্বাদ। আমি সেই আশীর্বাদই পেয়েছি সাব্বির ভাইয়ার কাছ থেকে। গানটিতে রাশেদ ভাই এবং আমার গায়কী আশা করছি শ্রোতাদের মুগ্ধ করবে। বাহানা নিয়ে স্বপ্নটাই এমন যে বাহানাতে মুগ্ধ হবেন সবাই। অনেক গান নয়, শ্রোতা দর্শকের জন্য ভালো ভালো কথার ও সুরের কিছু গান করে যেতে চাই।’ সাব্বির জামান জানান, শিগগিরই ‘বাহানা’র মিউজিক ভিডিও একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads