• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
জাহিদ-সাবার ‘রোবট জাকির খান’

ছবি : সংগৃহীত

শোবিজ

জাহিদ-সাবার ‘রোবট জাকির খান’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ জুলাই ২০১৯

জাহিদ হাসান ও সোহানা সাবা সামনে ঈদে আরটিভিতে প্রচারের জন্য একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘রোবট জাকির খান’। নাটকটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় করেছেন অঞ্জন আইচ।

এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘গল্প এবং চরিত্র ভালো লাগলে আমি চেষ্টা করি নাটক, টেলিফিল্মে অভিনয় করার। অঞ্জন আইচের রোবট জাকির খান নাটকটির গল্প এবং আমার চরিত্র ভালো লেগেছে। আমি আমার প্রত্যেকটি নাটকেই সততার সঙ্গে কাজ করার চেষ্টা করি। নাটক প্রচারের পর দর্শকের কাছ থেকে সাড়া পেলে ভালো লাগে। কারণ দর্শকের জন্যই তো আসলে অভিনয় করি। সাবা এ নাটকে ভালো অভিনয় করেছে।’

সোহানা সাবা বলেন, ‘গল্পটি বেশ মজার ছিল। কোনোরকম ঝামেলা ছাড়াই কাজটি শেষ হয়েছে। আমি আর জাহিদ ভাই সময়টা বেশ উপভোগ করেছি। আমার চরিত্রে মনোযোগ থেকেই ভালোভাবে অভিনয় করার চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে।’

এদিকে জাহিদ হাসান এরই মধ্যে শেষ করেছেন শ্রাবণী ফেরদৌসের ‘আমিও মানুষ’, শেখ সেলিমের ‘সামচু ভাই সংগ্রামী হতে চায়’, সাগর জাহানের ‘হেভিওয়েট মিজান’, আবু হায়াত মাহমুদের ‘হযবরল’সহ নিজের পরিচালনাতেও কয়েকটি টিভি নাটকের কাজ শেষ করেছেন। এদিকে আগামী আগস্টে কলকাতায় সোহানা সাবা অভিনীত ‘এপার ওপার’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানান সাবা। এটি নির্মাণ করেছেন হরনাথ চক্রবর্তী। ২০০৬ সালে সাবা প্রথম কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমাতে অভিনয় করেন। এরপর তিনি ‘খেলাঘর’, ‘বৃহন্নলা’, ‘প্রিয়তমেষু’, ‘চন্দ্রগ্রহণ’ সিনেমায় অভিনয় করেন। কলকাতায় তিনি প্রথম অয়ন চক্রবর্তীর নির্দেশনায় ‘ষড়রিপু’ সিনেমায় অভিনয় করেন। দীপ্ত টিভির নিজস্ব প্রযোজনায় ‘মধ্যবর্তিনী-টু’ ধারাবাহিকেও কাজ করছেন সোহানা সাবা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads