• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
প্রশংসিত রুনা খান

ছবি : সংগৃহীত

শোবিজ

প্রশংসিত রুনা খান

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ২৮ জুলাই ২০১৯

রুনা খান অভিনীত মৃত্তিকা গুণ পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ‘কালো মেঘের ভেলা’ গত ২৬ জুলাই বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে মুক্তি পেয়েছে। কবি নির্মলেন্দু গুণের গল্পে এর চিত্রনাট্য করেছেন আর ফিরে না আসা ফারুক হোসেন। ‘কালো মেঘের ভেলা’ সিনেমার গল্প মা রুনা খান ও ছেলে আপনকে নিয়েই। এখন পর্যন্ত যারাই সিনেমাটি হলে গিয়ে দেখেছেন তারাই মা ও ছেলের অভিনয়ের প্রশংসা করছেন।

প্রশংসা করছেন মৃত্তিকা গুণের নির্মাণশৈলী। দর্শকের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুনা খান তার দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন। রুনা বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলোতে নিজেকে উজাড় করেই অভিনয় করেন। এর আগে সর্বশেষ তিনি তৌকীর আহমেদের ‘হালদা’ ও বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’-এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন। গত ২৬ জুলাই রুনা খান নিজে তার অভিনীত ‘কালো মেঘের ভেলা’ উপভোগ করেছেন। সঙ্গে ছিলেন নির্মলেন্দু গুণ ও মৃত্তিকা গুণসহ আরো অনেকে।

রুনা খান বলেন, ‘শ্রদ্ধেয় নির্মলেন্দু গুণ যখন আমার অভিনয়ের প্রশংসা করেছেন তখন আসলে নিজের মনের ভেতর অন্যরকম ভালোলাগা কাজ করেছিল। পাশাপাশি যারা সিনেমাটি দেখতে হলে গিয়েছিলেন তারাও আমার অভিনয়ের প্রশংসা করেছেন। তবে আমি বলব আমার ছেলে দুখু চরিত্রে আপনের অভিনয় আমার কাছে বেশি ভালো লেগেছে। কারণ সিনেমাটি কিন্তু মূলত রোজী এবং তার ছেলে দুখুর সম্পর্কের গল্প, আপনের মনোজগতের গল্প। যে কারণে আপন তার চরিত্রে অসাধারণ অভিনয় করেছে। আমাদের দেশে এ ধরনের শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ হয় না বললেই চলে। তাই এ সিনেমাটি দেখার জন্য সবার কাছে বিশেষ অনুরোধ রইল। মৃত্তিকার নির্মাণশৈলী এককথায় অসাধারণ। আর খুব মিস করেছি এর চিত্রনাট্যকার ফারুক হোসেনকে। তিনি থাকলে আজ হয়তো বেশি খুশি হতেন।’

রুনা খান জানান তার অভিনীত ‘সাপলুডু’ সিনেমাটি শিগগিরই মুক্তি পাবে। এই সিনেমায় তার চরিত্র নিয়ে দারুণ আশাবাদী বলেও জানান রুনা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads