• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে বিজয়ী যারা

ছবি : সংগৃহীত

শোবিজ

প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনে বিজয়ী যারা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ জুলাই ২০১৯

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯-২১ অনুষ্ঠিত হলো গত শনিবার। ওইদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এফডিসিতে ভোটগ্রহণ হয়। কার্যনির্বাহী পরিষদের ১৯টি পদে নির্বাচন করেছেন ৪১ প্রার্থী, সমিতির মোট ভোটার ১৪০ জন। এর মধ্যে ভোট দেন ১৩০ জন। ভোট গণনা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও প্রধান নির্বাচন কমিশনার মিরাজুল ইসলাম উকিল ১৯ জন বিজয়ী নির্বাহী সদস্যের নাম ঘোষণা করেন।

সাত বছর পর বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদের (২০১৯-২১) নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচিত ১৯ জন হলেন- ১২১ ভোট পেয়ে জয়ী হন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। এরপর সামসুল আলম ১১৭, ইস্পাহানী আরিফ জাহান ১১৩, কামাল মো. কিবরিয়া লিপু ১১০, মেহেদী সিদ্দিকী মনির ১০৬, হিমেল ১০৩, রশিদুল আমীন হলি ১০০, জাহিদ হোসেন ৯৮, এ জে রানা ৯৬, মোহাম্মদ হোসেন ৯৫, ইয়ামীন হক ববি ৮৬, কামাল হাসান ৮১, অপূর্ব রায় ৮০, নাদির খান ৭৯, শহিদুল আলম সাচ্চু ৭৬, ইলা জাহান নদী ৭৩, ইকবাল ৭২, ড্যানি সিডাক ৭০, আলিমুল্লাহ খোকন ৬৫ ভোট পেয়ে জয়ী হন।

প্রথম ধাপের নির্বাচিত ১৯ জনের মধ্য থেকে দ্বিতীয় ধাপে নির্বাচিত হবেন সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদপ্রার্থী। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত এফবিসিসিআইয়ের অঙ্গ সংগঠন। তাই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মন্ত্রণালয়ের উপসচিব মিরাজুল ইসলাম উকিল। সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ জালাল উদ্দিন (উপসচিব), মো. খাদেমুল ইসলাম (সহকারী প্রোগ্রামার)। আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন আবদুর রহিম খান (যুগ্ম সচিব), সদস্য আবদুছ সামাদ আল আজাদ (যুগ্মসচিব), সৈয়দা নাহিদা হাবিবা (উপসচিব)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads